আক্কেলপুরে খাদ্যের নিরাপত্তা শীর্ষক সেমিনার ২০২১ অনুষ্ঠিত ll

প্রকাশিত: ৫:১৬ অপরাহ্ণ, জানুয়ারি ৬, ২০২১

আক্কেলপুরে খাদ্যের নিরাপত্তা শীর্ষক সেমিনার ২০২১ অনুষ্ঠিত  ll

আবু রায়হান, জয়পুরহাটঃ
জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য শির্ষক শ্লোগানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কতৃক আয়োজিত আক্কেলপুর উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় বিভিন্ন খাদ্যসামগ্রী ব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের নিয়ে উপজেলা পরিষদ মিলনয়াত হলরুমে খাদ্যের নিরাপত্তা শীর্ষক সেমিনার ২০২১ অনুষ্ঠিত হয়েছে।

আক্কেলপুর উপজেলা নির্বহী অফিসার এসএম হাবিবুর হাসান এর সভাপতিত্বে এ সময়ে স্বাগত বক্তব্য রাখেন, জয়পুরহাট জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. মোনতাসির মামুন।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আক্কেলেুর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুস সালাম আকন্দ।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা মো.আব্দুল হান্নান এর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন আক্কেলপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোকসেদ আলী মন্ডল, উপজেলা (প.প) কর্মকর্তা ডা. রাজেশ্যাম আগরয়াওলা, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জিয়াউল হক জিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান রওশুন আরা বুলবুলি, আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল লতিফ খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম, সোনামুখি ইউপি চেয়ারম্যান ডি, এম রাহেল ইমাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বজলুর রশিদ কবিরাজ মন্টু, আক্কেলপুর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি শ্রী. বিরেন চন্দ্র দাস, সিনিয়র সহ-সভাপতি মীর মোঃ আতিকুজ্জামান মুন, কলেজ বাজার বণিক সমিতির সভাপতি কাজী সফিসহ বিভিন্ন ব্যবসায়ী প্রতিনিধিগণ।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest