সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ইএফ এর শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত: ১২:৪১ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৭, ২০২১

সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ইএফ এর শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক
“সুবিধাবঞ্চিত পথশিশু ও অসহায়দের মাঝে দ্বিতীয় ধাপে ‘ইএফ’ এৱ শীতবস্ত্র বিতরণ” 16ই জানুয়ারি 2021 রোজ শনিবার বিকেল বেলায় ঢাকা সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকা সংলগ্ন ছড়িয়ে-ছিটিয়ে থাকা সুবিধাবঞ্চিত পথশিশু ও অসহায়দেৱ মাঝে পূর্ব ঘোষণা ছাড়াই হেটে হেটে প্রকৃত সুবিধাবঞ্চিত শনাক্ত করে তাৎক্ষণিক তাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন আইন ও মানবাধিকার সংগঠন “ইয়ুথ ফর ইন্টারন্যাশনাল পিস এন্ড হিউম্যানিটি (ইএফ)- বাংলাদেশ” এর একদল সদস্য। এ সময় উপস্থিত ছিলেন ‘ইএফ’ এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোঃ আলা উদ্দিন চৌধুরী, প্রতিষ্ঠাতা কোষাধক্ষ্য সজিব হাওলাদার,এড.এনায়েতুৱ ৱহিম.এড. মনিবুল হক মনি, মোহাম্মদ জীবন হোসেন ,খালিদ, মামুন প্রমুখ ।


‘ইএফ’ এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোঃ আলা উদ্দিন চৌধুরী একান্ত সাক্ষাৎকারে বলেন- পূর্ব ঘোষণা দিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো কোন কাজ করলে প্রকৃত সুবিধাবঞ্চিত অসহায়দের সাথে একটা বিরাট অংশ সুবিধাভোগীরা ঢুকে যায় ফলে প্রকৃত সুবিধাবঞ্চিত ও অসহায় শনাক্ত করা কঠিন এতে প্রকৃত সুবিধাবঞ্চিত ও অসহায়দেৱ অধিকার এবং রিজিক বিনষ্ট হচ্ছে তাই সঠিকভাবে বন্টনের উদ্দেশ্যেই নিরবে ‘ইএফ ‘এৱ এই উদ্যোগ।এবং আরো জানান সুবিধাবঞ্চিত পথশিশু, অসহায় ও ঠিকানাবিহীনদের নিয়ে স্থায়ীভাবে কিছু করার সিদ্ধান্তেৱ কথা ভাবছে ‘ইএফ’পরিবার।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest