ভুরুঙ্গামারী সীমান্তে বিজিবি-বিএসএফ বৈঠক l

প্রকাশিত: ৫:৩৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২১

ভুরুঙ্গামারী সীমান্তে বিজিবি-বিএসএফ বৈঠক l

সাইফুর রহমান শামীম,,কুড়িগ্রাম প্রতিনিধি।।
কুড়িগ্রামের ভুরুঙ্গামারী সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের সীমান্ত রক্ষাবাহিনী (বিএসএফ) এর সেক্টর কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বাগভান্ডার সীমান্তে আন্তজার্তিক মেইন পিলার ৯৬২ এর পাশে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বিজিবি লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম তৌহিদুল-আলম মঙ্গলবার রাতে বিষয়টি গণমাধ্যমকে জানান।

বিজিবি জানায়, এই বৈঠকে সীমান্তে বিজিবি-বিএসএফে নজরদারী বৃদ্ধি করা, চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ, বাংলাদেশ সরকারের জিরো টলারেন্স নীতির সমর্থনে মাদক পাঁচার বন্ধ করা এবং আন্তঃসীমান্ত অপরাধ হ্রাস করার বিষয়ে আলোচনা করা হয়।

বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন ১৫ বিজিবির সেক্টর কমান্ডার কর্ণেল আরেফিন তালুকদার। অপরদিকে ভারতের পক্ষে নের্তৃত্ব দেন কোচবিহার ১৯২ বিএসএফের সেক্টর কমান্ডার ডিআইজি প্রভাকর জোসি। বৈঠকে বিজিবি-বিএসএফ এর ব্যাটালিয়ন অধিনায়ক, ষ্টাফ অফিসার ও সংশ্লিষ্ট এলাকার কোম্পানী কমান্ডারগণ উপস্থিত ছিলেন।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest