বরিশালে অসহায় মানুষের আত্মকর্মসংস্থানের জন্য সেলাই মেশিন ও একজনকে হুইল চেয়ার বিতরণ করলেন জেলা প্রশাসক

প্রকাশিত: ৬:৩৫ অপরাহ্ণ, এপ্রিল ১২, ২০২১

বরিশালে  অসহায় মানুষের আত্মকর্মসংস্থানের জন্য সেলাই মেশিন ও একজনকে হুইল চেয়ার বিতরণ করলেন জেলা প্রশাসক

পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ

মোঃ জসিম উদ্দিন বয়স (৫০) ২৬ নং ওয়ার্ড বরিশাল সিটি কর্পোরেশন হরিনাফুলিয়া গ্রামের বাসিন্দা সেসনা মামলায় দীর্ঘদিন হাজতবাস শেষে মুক্তি পেয়ে জেলা প্রশাসক বরিশাল বরাবর আবেদন করেন একটি সেলাই মেশিনের তার আবেদনের পরিপ্রেক্ষিতে আজ জেলা প্রশাসক বরিশাল তাকে একটি সেলাই মেশিন প্রদান করেন। জান্নাতুল ফেরদৌস তিথি বষয় (৩৬) পশ্চিম কাউনিয়া ইউসুফ খান সড়ক ১ নং ওয়ার্ড বরিশাল সিটি কর্পোরেশন এর বাসিন্দা তাদের ব্যবসা প্রতিষ্ঠানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে পুড়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান।

এখন তারা মানবতার জীবনযাপন করছে এমত অবস্থায় জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার তাদের আত্মকর্মসংস্থানের জন্য একটি সেলাই মেশিন প্রদান করেন। কোন না কোন ভাবে এমন হাজারো অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়ে জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার। জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার এর নিজ উদ্যোগে বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমান এর সহযোগিতায় আজ ১২ই এপ্রিল সোমবার দুপুর ১২ টায় জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদফতর বরিশাল এর আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে জেলা প্রশাসক বরিশালের উদ্যোগে বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমানের সৌজন্যে দুস্থ অসহায় মানুষের আত্মকর্মসংস্থানের জন্য সেলাই মেশিন বিতরণ করেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার।

উক্ত সময়ে উপস্থিত ছিলেন প্রবেশন অফিসার জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল সাজ্জাদ পারভেজ, ২০ নং ওয়ার্ড কাউন্সিলর বরিশাল সিটি কর্পোরেশন জিয়াউর রহমান বিপ্লবসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। এসময় সংক্ষিপ্ত এক আলোচনা শেষে প্রধান অতিথি জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার দুস্থ অসহায় নারী পুরুষের মাঝে ১০ টি সেলাই মেশিন বিতরণ করেন।

এর পাশাপাশি পরি বানু (৬৫) নামের একজন দরিদ্র অসহায় শারীরিক প্রতিবন্ধী বৃদ্ধাকে হুইল চেয়ার বিতরণ করেন জেলা প্রশাসক বরিশাল।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest