দুমকিতে রেনু পোনা জব্দ ১৭ জনকে সাজা।

প্রকাশিত: ৬:৩৭ অপরাহ্ণ, জুলাই ১৭, ২০২১

দুমকিতে রেনু পোনা জব্দ  ১৭ জনকে সাজা।


সৈয়দ আতিকুল ইসলাম, বিশেষ প্রতিনিধি:
পটুয়াখালীর দুমকিতে র‍্যাব – ০৮ এর ভ্রাম্যমান আদালতের অভিযানে ১৫ লক্ষ ৩০ হাজার চিংড়ি রেনু পোনা জব্দ করেছে। যার আনুমানিক বাজার মূল্য ৩০ লক্ষ টাকা। উপজেলার পাগলার মোর এলাকা থেকে ভোর ৪.৩০মিনিটের সময় রেনুগুলো আটক করা হয়। রেনু পোনা গুলো ভোলা থেকে ৫১ টি ড্রামে কালাইয়া- দুমকি হয়ে বাঘেরহাট যাচ্ছিলো। গোপন তথ্যের ভিত্তিতে র্যাাব – ৮ এর লেফট্যানান্ট কমান্ডার এম শহিদুল ইসলামের নেতৃত্বে রেনু পোনা গুলো জব্দ করা হয় এবং স্থানীয় পায়রা নদীতে অবমুক্ত করা হয়। অভিযান পরিচালনা কালে উপজেলা নির্বাহী অফিসার শেখ আব্দুল্লাহ সাদীদ ও উপজেলা মৎস কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর মিয়া উপস্থিত ছিলেন। জব্দকৃত রেনু পোনাগুলো উপজেলার পায়রা নদীতে অবমুক্ত করা হয় এবং এর সঙ্গে জড়িত ১৭ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়। সাজাপ্রাপ্ত ৪জনকে ২মাস এবং ১৩ জনকে ১মাস বিনাশ্রম কারাদন্ড এবং বয়স বিবেচনায় ১ জনকে অব্যাহতি দেয়া হয়। সাজাপ্রাপ্তরা হলেন দৌলতখানের সিরাজ (২৫), ভোলা সদরের নুরুন্নবি(৩৫),রাকিব(২২) চরফ্যাশনের রবু(৪১),বাচ্চু(৪০), তজুমুদ্দিনের সেলিম(৩০),শফিকুল(৬২),কামাল(৩২),বোরাহান উদ্দিনের আরিফ(৩০), জসিম(৩৮), মিজান(২২),কালাম(৩৫),রিয়াজ(৩৫), শফিক (৩৫), ইউনুছ(২৫),শাহীন(২০) এবং টুঙ্গিপাড়া গোপালগঞ্জের বেলাল (৩৩)।
উল্লেখ্য ট্রাক ড্রাইভারকে ৫শত টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest