কুড়িগ্রামে পাটের ফলনে কৃষকের মুখে হাসি।। দাম নিয়ে শঙ্কা।

প্রকাশিত: ১০:০৪ পূর্বাহ্ণ, জুলাই ১৯, ২০২১

কুড়িগ্রামে পাটের ফলনে কৃষকের মুখে হাসি।। দাম নিয়ে শঙ্কা।

সাইফুর রহমান শামীম ,কুড়িগ্রাম প্রতিনিধি। আবহাওয়া অনুকূলে থাকায় কুড়িগ্রাম জেলায় পাটের ভালো ফলন হয়েছে। হলে ক্রমেই পাট চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের। ইতিমধ্যে ক্ষেত থেকে পাট কাটা শুরু হয়েছে। অনেকে পাটক্ষেত থেকে আঁশ সারাতে ব্যস্ত সময় পার করছেন। কিন্তু দাম নিয়ে শঙ্কা প্রকাশ করছেন কৃষকেরা। সরেজমিনে আমাদের কুড়িগ্রাম প্রতিনিধি সাইফুর রহমান শামীম ঘুরে জানান , জেলার বেশিরভাগ এলাকায় ক্ষেত থেকে কৃষকেরা পাট কাটছেন। কোথাও মাঠ থেকে পাট কেটে অন্যত্র সরিয়ে নিয়ে যাচ্ছেন। আবার কেউ কেউ পচানো পাট থেকে আঁশ ছাড়ানোর কাজে ব্যস্ত রয়েছেন। কৃষকের সঙ্গে কথা বলে জানা গেছে, কয়েক বছর আগেও চাষিরা পাট চাষ করে লোকসানে পড়েছিলেন। তাই অনেকে বাধ্য হয়ে অন্য ফসলের দিকে ঝুঁকে পড়েন। মাঝে স্বল্প পরিসরে যারা আবাদ ধরে রেখেছিলেন তারাই লাভবান হয়েছেন। তাদের দেখে অন্য কৃষকেরা আবারও পাট চাষে ফিরেছেন ‌। সদর উপজেলার কৃষক আফজাল হোসেন এবার দুই বিঘা জমিতে পাট চাষ করেছেন। তিনি বলেন গতবছর পাটের দাম ভালো পাওয়ায় মৌসুমের শুরুতেই চাষিরা পাট চাষের দিকে ঝুঁকে পড়ে ছিলেন। এতে পাটের আবাদ বেড়েছে। জানা গেছে গতবছরের শুরুতেই ২১০০ টাকা মন ও শেষে ৫৫০০ থেকে ৬০০০ টাকা মণ দরে পাট বিক্রি হয়েছে। কুড়িগ্রাম জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে চলতি বছর কুড়িগ্রামের ৯ উপজেলায় ১৯ হাজার ৬ শত ৮০ হেক্টর জমিতে পাট চাষ হয়েছে এবং ১৮ হাজার ৬ শত ৮০ হেক্টর জমিতে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest