কুড়িগ্রামে জবরদখলকৃত জমি উদ্ধার ও সন্ত্রাসী হামলার প্রতিবাদে সংখ্যালঘু পরিবারের সংবাদ সম্মেলন

প্রকাশিত: ৬:৩৭ অপরাহ্ণ, জুলাই ১৯, ২০২১

কুড়িগ্রামে জবরদখলকৃত জমি উদ্ধার ও সন্ত্রাসী হামলার প্রতিবাদে সংখ্যালঘু পরিবারের সংবাদ সম্মেলন

সাইফুর রহমান শামীম ,কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রামে জবরদখলকৃত জমি উদ্ধার ও সস্ত্রাসী হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে একটি সংখ্যালঘু পরিবার। সোমবার দুপুর ১২টায় কুড়িগ্রাম প্রেসক্লাবে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত বক্তব্য পাঠ করেন উক্ত পরিবারের সদস্য শুকদেব বর্মণ। এসময় জেলার প্রিট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলন বলা হয়, সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের মধ্য কুমরপুর মোল্লাপাড়া গ্রামের বাসিন্দা মৃত: গঙ্গারাম বর্মণের পূত্র শুকদেব বর্মণের ভোগদখলীয় বসতভিটা ও ক্রয়কৃত মোট ৩১শতক জমি জবরদখল করার জন্য গত ২০২০ সালের ২৪ ডিসেম্বর পার্শ্ববর্তী কুড়ারপাড় গ্রামের ভুমিদস্যু গাজিউর রহমান ও তার ভাই মমিনুল ইসলাম, তাদের স্ত্রী শাহনাজ বেগম ও আয়শা আক্তারসহ রোকেয়া বেগম ও পারুল বেগম লাঠিসোটা নিয়ে সস্ত্রাসী কায়দায় শুকদেব বর্মণের স্ত্রী সাবিত্রী রানীর উপর হামলা চালায়। এসময় তাকে মারপীট ও ভয়ভীতি প্রদর্শন করে এবং ভিটা সংলগ্ন জমি বেড়া দিয়ে জবরদখল করে। এনিয়ে চলতি বছরের ২৬ মে ভোগডাঙ্গা ইউনিযন পরিষদ চেয়ারম্যান সাইদুর রহমানের উপস্থিতিতে দুইজন বিজ্ঞ আইনজীবীর উপস্থিতিতে সালিশ বৈঠক বসে। সেখানে দলিলপত্রাদি যাচাই উ শুকদেব বর্মণের পক্ষে রায় ঘোষণা করে সালিশ বৈঠককারীরা।

রায় অমান্য করে ৩ জুন দ্বিতীয় দফা সাবিত্রি রানীর উপর লাঠিসোটা ও ছুরি দিয়ে হত্যার উদ্যোশে আবারো হামলা চালায় ভুমিদস্যুরা। হামলায় গুরুতর আহত সাবেত্রী রানীকে প্রথম কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য ভর্তি করা হয়। ওই হামলায় সাবিত্রী রানীর সারা শরীরসহ চোখের উপর কপাল রক্তাক্ত জখম করা হয়। এসময় হামলাকারীরা হিন্দু পরিবারটিকে জমিজমা ছেড়ে দেশত্যাগ না করলে খুন করবে বলে শাসায়। ওইদিন রাতেই শুকদেব বর্মণের পূত্র শুবদেব বর্মণ সদর থানায় একটি মামলা দায়ের করে।

এ ঘটনায় পুলিশ চলতি মাসের ৩ জুলাই মূল আসামী গাজিউর রহমানকে আটক করে জেলহাজতে প্রেরণ করে। ১৮ জুলাই আদালত থেকে জামিনে বেড়িয়ে আসে। জামিনে বেড়িয় এসেই নিরিহ পরিবারটিকে আবারো ভয়ভীীত ও বাড়িভিটা ছেড়ে দেশ ত্যাগের হুমকী দেয়। নাহলে কেউ প্রাণে বাঁচবে না বলে শাসায়। এতে প্রাণের ভয়ে সংবাদ সম্মেলন করেন বলে শুকদেব বর্মণ জানান। তিনি আরো বলেন, আমি পরিবার নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। যে কোন মূহুর্তে আমাদের প্রাণের উপর হামলা হতে পারে। তারা খুবই প্রভাবশালী। । আমরা পরিবারের নিরাপত্তা ও জবরদখলকৃত জমি উদ্ধারে স্থানীয় প্রশাসনসহ আপনাদের সকলের সহযোগিতা চাই।

সংবাদ সম্মেলনে কুড়িগ্রাম প্রেসক্লাবের সংবাদকর্মীরা ছাড়াও জেলা -হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ছানালাল বকসী ও সাধারণ সম্পাদক অলক সরকার, জেলা পুজা উদযাপন কমিটির সভাপতি রবি বোসসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest