কুড়িগ্রামে রাজারহাটে স্বেচ্ছাশ্রমে করোনা টিকা রেজিস্ট্রেশন ক্যাম্পের উদ্বোধণ

প্রকাশিত: ৬:১৯ অপরাহ্ণ, জুলাই ২৫, ২০২১

কুড়িগ্রামে রাজারহাটে স্বেচ্ছাশ্রমে করোনা টিকা   রেজিস্ট্রেশন ক্যাম্পের উদ্বোধণ

সাইফুর রহমান শামীম, কুড়িগ্রাম ।।

কুড়িগ্রামে সপ্তাহব্যাপী স্বেচ্ছাশ্রমে করোনা টিকা রেজিস্ট্রেশন ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধণ করা হয়েছে।

আজ রোববার (২৫ জুলাই) দুপুরে রাজারহাট উপজেলার বৈদ্যের বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ক্যাম্পের উদ্বোধণ আনুষ্ঠানিক করেন সিভিল সার্জন ডাঃ হাবিবুর রহমান। এসময় উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসের উপ-পরিচালক মোঃ নুরুন্নবী খন্দকার, রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার নুরে তাসনিম, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আহসান হাবীব নীলু, সাংবাদিক রাজু মোস্তাফিজ প্রমুখ।

জেলা তথ্য অফিস ও বৈদ্যের বাজার অনার্স ক্লাব স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে করোনা রেজিষ্ট্রেশনের জন্য ব্যতিক্রমী এ ক্যাম্পের আয়োজন করেন। এই ক্যাম্পের মাধ্যমে সপ্তাহব্যাপী রাজারহাট উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রত্যন্ত এলাকার মানুষের করোনার টিকা প্রদানের জন্য স্বেচ্ছাশ্রমে রেজিস্ট্রেশন করা হবে।

ক্যাম্পের উদ্বোধক কুড়িগ্রামের সিভিল সার্জন ডাঃ হাবিবুর রহমান জানান, এটি একটি ভালো উদ্যোগ। এর ফলে সাধারণ মানুষ রেজিস্ট্রেশনের কাগজ হাতে নিয়ে সহজে করোনার টিকা নিতে পারবেন।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest