ঢাকা ৯ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৪ অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:২১ অপরাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০১৯
হাসান আরেফিন নলছিটি প্রতিনিধি || ঝালকাঠির নলছিটি উপজেলার বৈচন্ডী গ্রামের গাউছেল আজম খানকা শরীফে ৬৫তম দিন দুই দিন ব্যাপী বার্ষিক পবিত্র ওসর মোবারক শুরু হয়েছে। গুলশানে কাদেরিয়া ফরিদপুরের নির্দেশক্রমের রেওয়াজ অনুযায়ী শাহ সূফী ফকির মোহাম্মদ সেখসাদী (রহ) বেসাল দিবস উপলক্ষ্যে আগামী ২৮ ও ২৯ ডিসেম্বর রোজ শনি ও রবিবার বৈচন্ডী খানকা শরীফে মহাসমারোহে ওরস মোবারক শুরু হবে। উক্ত দিবসে রাতব্যাপী জিকির, মিলাদ, মুশির্দী ও কাওয়ালি পরিবেশন করা হবে। উক্ত ওরস মোবারকে খানকা শরীফের মুরিদ ও আশেকানদের উপস্থিত থাকার জন্য খানকা শরীফের পরিচালক মোহাম্মদ অসীম ফকির সবিনয় অনুরোধ জানিয়েছেন।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST