ঢাকা ৮ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:১৫ অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০১৯
কামরুজ্জামান বাঁধন,ষ্টাফ রিপোর্টারঃ “জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বিজ্ঞান ও প্রযুক্তি” প্রতিপাদ্যকে সামনে রেখে মির্জাগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে দুইদিন ব্যাপী ৪১তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ,বিজ্ঞান মেলা এবং জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড গতকাল সোমবার শেষ হয়েছে। রবিবার সরকারী সুবিদখালী র.ই মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খান মো. আবু বকর সিদ্দিকী। উপজেলা নির্বাহী অফিসার মো.সরোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মো.জহিরুল ইসলাম জুয়েল সিকদার,মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এম.আর শওকত আনোয়ার ইসলাম,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী সাইফুদ্দীন ওয়ালীদ ও প্রধান শিক্ষক মো.জলিলুর রহমান প্রমূখ। মেলায় উপজেলার ৫টি মাধ্যমিক বিদ্যালয় ও ২টি কলেজের শিক্ষার্থীরা তাদের আবিষ্কৃত পরিবেশ বান্ধব বিভিন্ন প্রকল্প প্রদর্শন করে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST