ঢাকা ৯ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৩০ অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০২০
পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ বরিশালে সপ্তাহব্যাপী নানা আয়োজনে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকীর শুভ উদ্ভোধন হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় নগরীর ভাটিখানা আঞ্চলিক মাদক দ্রব্য নিয়ন্ত্রন কার্যালয় চত্ত্বরে বেলুন-ফেস্টুন উড়িয়ে সপ্তাহব্যাপী কর্মসূচীর উদ্বোধন করেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান।
পরে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের আঞ্চলিক কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান বলেন, মাদক একটি সামাজিক সমস্যা। আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সমাজের সর্বস্থরের জনগনের মাদক প্রতিরোধে এগিয়ে আসতে হবে। নতুন প্রজন্মকে মাদকের কুফল সম্পর্কে বলতে হবে। নতুন প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে অভিভাবকদের বেশী ভূমিকা পালনের আহ্বান জানান পুলিশ কমিশনার।
আঞ্চলিক মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক এএফএম হাফিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন মেট্রেপলিটন পুলিশের সহকারী কমিশনার (কাউনিয়া জোন) আব্দুল হালিম।
বক্তৃতা করেন নারী শিল্পোদ্যোক্তা রিনা পারভীন ও মাদক বিরোধী সংগঠন নিউ লাইফের সমন্বয়কারী মর্তুজা জুয়েল সহ অন্যান্যরা।
সভা শেষে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে সেখানে এক সংবাদ সম্মেলনে ৭দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী ঘোষনা করেন আঞ্চলিক মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক এএফএম হাফিজুর রহমান।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST