ঢাকা ৮ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩ কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:১৩ অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০২১
পারভেজ, বরিশাল প্রতিনিধিঃ
আজ ২৮ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১১ টায় জেলা প্রশাসন বরিশালের আয়োজনে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এর সহযোগিতায় বরিশাল সার্কিট হাউস সম্মেলন কক্ষে নিরাপদ খাদ্য নিশ্চিতে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এর আইন, বিধি প্রবিধিমালার প্রয়োগ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চেয়ারম্যান বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ মোঃ আব্দুল কাইউম সরকার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক বরিশাল মোঃ শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সদস্য (খাদ্য শিল্প ও উৎপাদক) বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ প্রফেসর ড. মোঃ আব্দুল আলীম, সিভিল সার্জন বরিশাল ডাঃ মনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার বরিশাল মোঃ শাহজাহান, বীর মুক্তিযোদ্ধা কে এস এ মহিউদ্দিন মানিক বীর প্রতীক, সভাপতি দি বরিশাল চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, সাইদুর রহমান রিন্টু। অনুষ্ঠানে সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল প্রশান্ত কুমার দাস।
এসময় উপস্থিত ছিলেন সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি বৃন্দরা। শুরুতে প্রধান অতিথি সেমিনারের শুভ উদ্বোধন ঘোষণা করেন। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পাওয়ার পয়েন্ট উপস্থাপনা ও ভিডিও ডকুমেন্টারি উপস্থাপন করা হয়।
পরে সকলের অংশগ্রহণে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয় এবং পরিশেষে অতিথিরা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন।


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST