নলছিটি স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন থিয়েটার চালুর দাবিতে মানববন্ধন l

প্রকাশিত: ৪:৫১ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০২১

নলছিটি স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন থিয়েটার চালুর দাবিতে মানববন্ধন l

মিলন কান্তি দাস,নলছিটি,ঝালকাঠি

ঝালকাঠির নলছিটি উপজেলার দশ ইউনিয়ন ও একটি পৌরসভা এলাকার মানুষের স্বাস্থ্যসেবার একমাত্র সরকারি প্রতিষ্ঠান নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন থিয়েটার থাকলেও দীর্ঘদিন বন্ধ হয়ে আছে। অপারেশন থিয়েটার চালুর দাবিতে মানববন্ধন করছে নলছিটির সচেতন জনসাধারণ।
মানববন্ধনে অংশ নেয়া একাধিক সচেতন নাগরিক জানান অপারেশন থিয়েটার চালুর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বারবার জানানো হলেও কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এ ছাড়া অপারেশন থিয়েটারের কার্যক্রম চালু করার জন্য অনুমোদিত পদের বেশির ভাগই পদই শূন্য রয়েছে বলে জানা গেছে। ফলে ব্যাহত হচ্ছে মা ও শিশুর স্বাস্থ্য সেবা।

মঙ্গলবার (২৩ নভেম্বর) সকাল ১১টায়
অপারেশন থিয়েটার (ওটি) চালুর দাবিতে
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন স্থানীয় বাসিন্দা তাইফুর রহমান তূর্য, এফ এইচ রিভানসহ অনেকে।

বক্তারা বলেন, হাসপাতালে আধুনিক যন্ত্রপাতি থাকার পরেও দীর্ঘদিন যাবত ওটি কার্যক্রম বন্ধ রয়েছে। তারা অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান।


মুজিব বর্ষ

Pin It on Pinterest