ঢাকা ৮ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১৫ অপরাহ্ণ, জানুয়ারি ৪, ২০২০
ওমর ফারুক, রাজশাহী: এর আগে রামেক চিকিৎসক ও কর্মকর্তাদের মতবিনিময় করেন স্বাস্থ্য ও পরিবাবর কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। শনিবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী স্বাস্থ্য সেবার ক্ষেত্রে খুবই আন্তরিক। যখনই কোন বিষয় অনুমোদনের জন্য নিয়ে যাওয়া হয় তিনি অনুমোদন দেন। প্রধানমন্ত্রী নেতৃত্বে বাংলাদেশ স্বাস্থ্য খাতে যে সাফল্য অর্জন করেছে তা বিশ^জুড়ে প্রসংশিত হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জামিলুর রহমান পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে বিভিন্ন সমস্যা তুলে ধরেন। মন্ত্রী বলেন, রাজশাহী মেডিকেল হাসপাতাল হোক আর রাজশাহী মেডিকেল কলেজ হোক উন্নয়নের ক্ষেত্রে প্রধান্য পাবে। রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. নওশাদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাস্থ্য-শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো.আলী নূর, রাজশাহী স্বাস্থ্য বিভাগের পরিচালক গোপেন্দ্রনাথ আচার্যসহ উর্ধ্বতন কর্মকর্তা ও চিকিৎসকবৃন্দ উপস্থিত ছিলেন।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST