পর্যটক লাঞ্ছিতের ঘটনায় মূল হোতাসহ আটক (০৫)পাঁচ জনকেই আইনের আওতায় আনা হয়েছে |

প্রকাশিত: ১২:৫৫ অপরাহ্ণ, মে ৭, ২০২২

পর্যটক লাঞ্ছিতের ঘটনায় মূল হোতাসহ আটক (০৫)পাঁচ জনকেই আইনের আওতায় আনা হয়েছে |

মোহাম্মদ মাহমুদুল হাসান |
আলোকিত সময় |

যারা পুলিশ বাহিনীকে বিতর্কিত করার জন্য ফেসবুকে বিভিন্নভাবে লিখেছেন, তাদের প্রতি অনুরোধ রইল আপনারা “জাফলং পর্যটক লাঞ্চিত হওয়ার ঘটনা” নিয়ে প্রকৃত ঘটনা জানুন তারপর আপনারা কমেন্ট করুন। কারণ টিকিট কাউন্টারের কাছে পুলিশের ডিউটি থাকার কথা না। ফজরের নামাজের পরই জাফলং জোনের ইউনিট ইনচার্জ পুলিশ পরিদর্শক ওসি রতন শেখ গোয়াইনঘাট থানার ওসি নজরুল ইসলাম বিট অফিসার সহ ট্যুরিস্ট পুলিশ সমন্বয়ে শক্তিশালী একটি টিম পর্যটকদের নিরাপত্তা ও সেবা কাজে বিভিন্ন পর্যটন স্পটে ডিউটিতে তৎপর ছিলো। গোয়াইনঘাট থানা এবং ট্যুরিস্ট পুলিশ ঘটনার সময় দুই/তিন কিঃমিঃ দূরে পর্যটকদের জমায়েত স্থান বিভিন্ন স্পটে ডিউটিতে ব্যস্ত ছিলেন। আবার একই সময় সাংবাদিক করিম সাহেবের ফোনে ট্যুরিস্ট পুলিশ ইনচার্জ জানতে পারেন পর্যটক একজন পানিতে ডুবে গেছে শুনেই সে নৌকা নিয়ে লাশ সন্ধানে পিয়াইন নদীতে নামেন। দিন শেষে সেই পুলিশই আটক করেছে এজাহার নামীয় ০৫ জন আসামীকে।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest