প্রেসক্লাবে জেল হত্যা দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৬:৪২ অপরাহ্ণ, নভেম্বর ৩, ২০২২

আলিফ আরিফা

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুর প্রেসক্লাবের আয়োজনে জেল হত্যা দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ নভেম্বর) বেলা সাড়ে ১১ টায় সংগঠনের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

গাজীপুর প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক মাসুদুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহতাব উদ্দিনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেব বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা হাতেম আলী। বক্তব্য রাখেন গাজীপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সৈয়দ মোকছেদুল আলম লিটন, যুগ্ন সম্পাদক মীর মোহাম্মদ ফারুক, দফতর সম্পাদক এম এ ফরিদ, দৈনিক গণমুখ সম্পাদক ও নির্বাহী সদস্য অধ্যাপক আমজাদ হোসেন, আবিদ হোসেন বুলবুল, রায়হানুল ইসলাম আকন্দ, আব্দুস সালাম শান্তসহ উপস্থিত অন্যান্য অতিথিবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা জাতীয় চার নেতা সৈয়দ নজররুল ইসলাম, বঙ্গতাজ তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন (অব:) এম মনসুর আলী, এ এইচ এম কামরুজ্জামানের দেশ প্রেম ও বীরত্বগাথা তুলে ধরেন এবং জাতীয় চারনেতাসহ সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।

এদিকে, একই সময়ে শ্রীপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি হুমায়ুন কবির হিমুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হারুন-অর রশীদ ফরিদের সঞ্চালনায় উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল আলম প্রধান, গাজীপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাফি উদ্দিন মোড়ল, শ্রীপুর পৌর আওয়ামীলীগের সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক নূরে আলম মোল্লা, শ্রীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহতাব উদ্দিন, শ্রীপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোহাম্মদ ওয়াজ উদ্দিন, শ্রীপুর উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি রোকেয়া আক্তার কনা, উপজেলা শ্রমিকলীগ নেতা আরজু সরকার, শ্রীপুর পৌর যুবলীগ নেতা আশরাফুল ইসলাম ওয়াসিমসহ দলের বিভিন্ন ইউনিটের সকল পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest