লিজেন্ডস রূপগঞ্জ ক্রিকেট টীমের জার্সি উন্মোচন এসএসসি ব্যাচ ২০০০ সংগঠনের সামাজিক স্বেচ্ছাসেবী কর্মযজ্ঞের প্রতিশ্রুতি

প্রকাশিত: ২:৩৬ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০২২

লিজেন্ডস রূপগঞ্জ ক্রিকেট টীমের জার্সি উন্মোচন এসএসসি ব্যাচ ২০০০ সংগঠনের সামাজিক স্বেচ্ছাসেবী কর্মযজ্ঞের প্রতিশ্রুতি

শাকিল আহমেদ স্টাফ রিপোর্টারঃ
এসএসসি ব্যাচ ২০০০ সালের গ্রুপ ভিত্তিক প্রতিষ্ঠিত স্বেচ্ছাসেবী সংগঠন লিজেন্ডস বাংলাদেশের অধীনে রূপগঞ্জ লিজেন্ডস ক্রিকেট টীমের জার্সি উন্মোচন করা হয়েছে। ৪ নভেম্বর শুক্রবার সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন ভারত চন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে এনাম হাসান স্মৃতি টূর্ণামেন্ট নামে এ জার্সি উন্মোচিত হয়। এতে রূপগঞ্জ লিজেন্ডস এর সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মনিরুজ্জামান ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাসুদ পারভেজ মাসুম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঞ্চন ভারত চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমান, নারায়ণগঞ্জ জেলা গ্রুপ এডমিন নূরে সখিনা দীনা আমিন, লিজেন্ডস রূপগঞ্জের সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান জনি, সহ সভাপতি মোরশেদ আলম, আবু বকর ছিদ্দিক, সহ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক নবীউর রহমান, কাউন্সিলর আবু নাঈম,কায়েতপাড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফা আল হোসাইন রাসেল প্রমূখ।এ সময় সংগঠনের সভাপতি মনিরুজ্জামান ভুঁইয়া অতিথিদের নিয়ে বেলুন উড়িয়ে জার্সি উন্মোচনকালে তার বক্তব্যে বলেন, শিক্ষা জীবনের স্মৃতি ধরে রাখতে আমাদের ২০০০ সালে সারাদেশে এসএসসি পাশ করা বন্ধুরা মিলে লিজেন্ডস বাংলাদেশ সংগঠন করেছি৷ এ সংগঠনের মাধ্যমে আমরা রূপগঞ্জে ১৭০ জন বন্ধু মিলে লিজেন্ডস রূপগঞ্জ গঠন করেছি। আমাদের প্রচেষ্টা থাকবে মাদকমুক্ত সমাজ ও দারিদ্রের সহযোগীতাসহ দেশের স্বার্থে নিজেদের নিয়োজিত করা।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest