আগৈলঝাড়ায় পুলিশের ওপেন হাউজ ডে ও মতবিনমিয় সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৯:১০ অপরাহ্ণ, জানুয়ারি ১৪, ২০২০

আগৈলঝাড়ায় পুলিশের ওপেন হাউজ ডে ও মতবিনমিয় সভা অনুষ্ঠিত
 মোঃ জহিরুল ইসলাম সবুজ, আগৈলঝাড়া প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় থানা পুলিশের উদ্যোগে জনগনের সাথে পুলিশের ওপেন হাউজ ডে ও মতবিনমিয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে থানা চত্তরে থানা অফিসার ইন চার্জ মো. আফজাল হোসেনের সভাপতিত্বে ওপেন হাউজ ডে ও মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (গৌরনদী সার্কেল) আব্দুর রব হাওলাদার। সভায় বক্তারা বলেন এলাকায় ‘মাদক’ সেবন ও ক্রয়-বিক্রয়কে যুব ও ছাত্র সমাজরে প্রধান সদস্যা হিসেবে চিহ্নিত করে মাদকের খুচরা ও পাইকারী বিক্রেতাদের আইনের আওতায় এনে মাদকমুক্ত সমাজ গড়তে পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানান। এছাড়াও চলতি ইরি-বোরো মৌসুমে চাষাবাদের সময় জমি নিয়ে সৃষ্ঠ বিরোধের দ্রুত সমাধানের আশা ব্যক্ত করেন বক্তারা। এসময় প্রধান অতিথী অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রব হাওলাদার জমি নিয়ে সৃষ্ঠ বিরোধ, মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে পুলিশের কঠোর নীতির কথা উল্লেখ করে সমস্যা সমাধানে থানা পুলিশকে পদক্ষেপ নেয়ার নির্দেশ প্রদান করেন। এসময় প্রধান পুলিশ সুপার (অতিরিক্তি) সমাজে বিভিন্ন অপরাধ ও বিভিন্ন এলাকার মাদকসেবীদের তথ্য সরবরাহর জন্য জনগনকে পুলিশকে তথ্য প্রদানের আহ্বান জানান।

মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest