মেহেন্দিগঞ্জে পুর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় আহত ১

প্রকাশিত: ৯:৪৪ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২০

মেহেন্দিগঞ্জে পুর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় আহত ১

মোঃ ইব্রাহীম মেহেন্দিগঞ্জ প্রতিনিধিঃ- মেহেন্দিগঞ্জে পূর্ব শত্রুতার জেরে রিয়াজ মাতাব্বর (৩১) নামের এক যুবককে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। উপজেলার চানপুর ইউনিয়নের খন্তাখালী গ্রামে রোববার বিকাল আনুমানিক ৪টার সময় জামাল সিকদারের চায়ের দোকানের সামনে এই ঘটনা ঘটে। আহত রিয়াজ হলেন ওই গ্রামের আ:ছত্তার মাতাব্বর’র ছেলে। আহত স্থানীয় সাংবাদিকদের বলেন পূর্ব শত্রুতার জেরে তাকে কুপিয়ে জখম করেছেন একই এলাকার রহম আলী ঘরামীর ছেলে মুনসুর আলী ঘরামী। আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লে ভর্তি করেন। প্রত্যক্ষদর্শীরা বলেন উভয়ের মধ্যে পূর্বে মামলা-হামলার ঘটনা ছিলো। বর্তমানে সেই মামলায় আদালতে থেকে খালাস পায় আহত রিয়াজ। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান আহতর পরিবার।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest