মির্জাগঞ্জে পদবী পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণের দাবিতে কর্মবিরতি পালন

প্রকাশিত: ৫:১১ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২০

মির্জাগঞ্জে পদবী পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণের দাবিতে কর্মবিরতি পালন

কামরুজ্জামান বাঁধন,বিশেষ প্রতিনিধিঃ পটুয়াখালীর মির্জাগঞ্জে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি(বাকাসস)’র সদস্যদের পদবী পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণসহ বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে ২ঘন্টা কর্মবিরতি কর্মসূচী পালন করা হয়েছে। সোমবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্য্যালয়ের সামনে কর্মবিরতি পালন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি কমিশনার (ভ‚মি) এর কার্য্যালয়ে কর্মরত কর্মচারীরা। কর্মবিরতি কর্মসূচী চলাকালে বক্তব্য দেন বাংলাদেশ কালেক্টরেট সহকারি সমিতি পটুয়াখালী শাখার সহ-অর্থ সম্পাদক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্য্যালয়ের অফিস সহকারি (কম্পিউটার অপারেটর) মো.মিরাজুল ইসলাম ও প্রচার সম্পাদক মো.সাইফুল ইসলাম প্রমূখ। কর্মবিরতি চলাকালে বক্তারা বলেন, বিভাগীয় কমিশনারের কার্য্যালয়, জেলা প্রশাসকের কার্য্যালয়,উপজেলা নির্বাহী অফিসারের কার্য্যালয় ও সহকারী কমিশনার (ভ‚মি) এর কার্য্যালয়ে কর্মরত ৩য় শ্রেনীর কর্মচারীদের বেতন গ্রেড ও পদবী পরিবর্তনের জন্য বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি ২০১১ সাল থেকে দাবি করে আসলেও আজও দাবি পূরণ হয়নি। ২০১১ সালের ১৯ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদবী পরিবর্তন সংক্রান্ত সার সংক্ষেপ অনুমোদন দিলেও তা বাস্তবায়ন করা হচ্ছে না। দাবিসমূহ অদ্যাবধি বাস্তবায়িত না হওয়ায় মাঠ পর্যায়ে ৩য় শ্রেনীর কর্মচারীদের মধ্যে হতাশা ও ক্ষোভ বিরাজ করছে। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে গত ২০ জানুয়ারি থেকে কালেক্টরেট সহকারি সমিতির সদস্যরা কর্মবিরতিসহ বিভিন্ন কর্মসূচী পালন করে আসছেন।#


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest