ঢাকা ৮ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:২৫ পূর্বাহ্ণ, জানুয়ারি ৩১, ২০২০
শফি রহমান কামাল বরিশাল ব্যুরো ঃবরিশালে রেকর্ড রুমে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে মোবাইল কোর্ট অভিযানে দুই জনকে জেল দেয়া হয়েছে। আজ ৩০ জানুয়ারি দুপুর ২ টার দিকে, বরিশাল জেলা প্রশাসনের কার্যালয়ের রেকর্ড রুম এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, মোঃ জিয়াউর রহমান। অভিযানকালে রেকর্ড রুমকে ঘিরে বাণিজ্য কার্যক্রমে লিপ্ত থাকা ও বিনা অনুমতিতে অনুপ্রবেশ, অফিসের ভেতর ঢুকে অফিস ফাইল থেকে স্বাক্ষরিত আবেদনপত্র সরিয়ে নেবার পাশাপাশি দালালি করে জনগণের ভোগান্তি সৃষ্টি করার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন মোঃ খলিল সরদার (৫৫) এবং মোঃ কাওছার মৃধা (৪৩)। গ্রেপ্তারকৃত দুজনকে দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৬ ধারা মোতাবেক ০৭ (সাত) দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এ সময় উপস্থিত অন্যান্যদেরকে রেকর্ড রুমে অনুপ্রবেশ ও রেকর্ড রুমকে ঘিরে বাণিজ্যে লিপ্ত না হবার জন্য পরামর্শ দিয়ে সতর্ক করে দেওয়া হয়।অভিযানে প্রসিকিউশন অফিসার ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের এএসআই মোঃ রিয়াজুল ইসলাম ও মোঃ জাকির হোসেন। আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি টিম। কর্তব্যরত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জানান জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যহত থাকবে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST