ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৩০ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০২০
শফিউর রহমান কামাল বরিশাল ব্যুরোঃ ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র শেখ ফজলে নূর তাপসকে ফুলের শুভেচ্ছা জানান বরিশাল সিটি কর্পোরেশন মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ । ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে সর্বশেষ প্রকাশিত ফলাফল অনুযায়ী ৭৩৯টি কেন্দ্রের ফল ঘোষণা হয়েছে। নৌকা প্রতীকে আতিকুল ইসলাম পেয়েছেন ২ লাখ ৩৫ হাজার ২৫০ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির তাবিথ আউয়াল ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৪৬ হাজার ৩৫৫ ভোট। অপর দিকে দক্ষিণের ৯৭৯টি কেন্দ্রের ফল ঘোষণা করা হয়েছে। নৌকা প্রতীকে শেখ ফজলে নূর তাপস পেয়েছেন ৩ লাখ ৬৫ হাজার ৩২ ভোট, তার নিকটততম প্রতিদ্বন্দ্বী বিএনপির ইশরাক হোসেন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৯৭ হাজার ৭৭৫ ভোট। শনিবার ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি নির্বাচনে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ হয়। এবারই প্রথম প্রতিটি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনের মাধ্যমে ভোট অনুষ্ঠিত হলো।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST