পরীক্ষা ভালো না হওয়ায় রাজশাহীতে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

প্রকাশিত: ৯:৪৫ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০২০

পরীক্ষা ভালো না হওয়ায় রাজশাহীতে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

ওমর ফারুক, রাজশাহী ব্যুরো: পরীক্ষা ভালো না হওয়ায় নাফিসা (১৯) নামের এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে। মঙ্গলবার বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা ছিলো। পরীক্ষা দিয়ে দুপুরে বাড়িতে ফিরে নিজ শয়ন কক্ষে ওড়না প্যাচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছে বলে পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়। জানা গেছে, নাফিসা নগরীর কাজিহাটা পশ্চিমপাড়া এলাকায় মোমিনুল ইসলামে মেয়ে। নাফিসা শিমুল মেমোরিয়াল স্কুল থেকে এবছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। তবে প্রাথমিকভাবে পুলিশের ধারণা নাফিসা আত্মহত্যা করেছে। নিহতের পরিবার সূত্রে জানা যায়, সকালে এসএসসি পরীক্ষা দিতে যায় নাফিসা। পরীক্ষা শেষে বাড়ি ফিরে নিজ শয়ন কক্ষে প্রবেশ করে। দুপুর সোয়া ২টার দিকে তাকে খাওয়ার জন্য ডাকাডাকি করে কোন সাড়া মেলেনা। পরে দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে নাফিসার ঝুলন্ত মরদেহ দেখা যায়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে। রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস বলেন, পরিবার জানিয়েছে নাফিসার পরীক্ষা ভালো না হওয়ায় সে আত্মহত্যা করেছে। এবিষয়ে অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে বলে জানান তিনি।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest