মোঃ ফিরোজ হোসেন নওগাঁ প্রতিনিধি :- নওগাঁ জেলা মান্দা উপজেলায় জাতীয় সংসদের হইপ ও জয়পুরহাট ২ আসনের সাংসদ সদশ্য মোঃ আবু সঈদ আল মাহমুদ স্বপন সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন৷ বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা ফেরিঘাট সংলগ্ন মসজিদের পাশেই নওগাঁ রাজশাহী মহাসড়কে এ দুর্গঘটনাটি ঘটেছে৷ এসময় ডি এসবি কামাল হোসেন আহত হয়েছে তাদের উদ্ধার করে মান্দা উপজেলা সাস্হকোমপ্লেক ভর্তিরজন্য নেওয়া হয়েছে৷ পুলিশ ও স্হানীয় সুত্রে জানা যায়, জাতীয় সংসদের হইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন রাজশাহী বিমান বন্দরে নেমে ব্যক্তিগত মাইক্রোবাসে করে জয়পুরহাটের উদ্দেশ্যে রওনা হয়৷ পথে মধ্যে নওগাঁর মান্দার ফেরিঘাটের মসজিদের পাশেই হুইপকে প্রোটোকল দেওয়া পুলিশের পিক আপটি আগে পার হয়ে গেলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টার মাঝ খানে ঢুকে যায়৷ এতে ট্রাক্টারের ধাক্কায় মাইক্রোবাসের সামনে থাকা ডিএমবি কামাল হোসেন আহত হয়েছেন৷ পরে তাদের উদ্ধার করে মান্দা উপজেলা সাস্হ কমপ্লেক্সে নেওয়াহয়৷ পরে প্রাথমিক চিকিৎসা নিয়ে জয়পুরহাটের উদ্দেশ্য চলে যান ১২ টার দিকে৷ ঘটনাস্হলে জেলা প্রশাসক হারুন আর রশিদ ও পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া বিপি এম পরিদর্শক মুজাফফর হোসেন সড়ক দুর্ঘটনার তথ্য নিশ্চিত করে জানান ট্রাক্টারটি জব্দ করা হয়েছে৷ এছাড়া জাতীয় সংসদের হইপ প্রাথমিক চিকিৎসা নিয়ে জয়পুরহাটের উদ্দেশ্য চলে যান ৷