চালনা বাজারে মদ ব্যবসায়ী সিপন সাহা সহ বিদেশী মদ আটক।

প্রকাশিত: ৮:২২ অপরাহ্ণ, মে ২৩, ২০২১

দাকোপ, খুলনা বিশেষ প্রতিনিধি।গতকাল শনিবার দাকোপ উপজেলা সদর চালনাপৌরসভা এলাকার জনৈক আওয়ামীলীগনেতার বাড়িতে দাকোপ থানার পুলিশ অভিযান চালিয়ে নেতার ভাইপো সিপন সাহা (৪০)কে ১২ বোতল বিদশী মদ,বেয়ার সহ আটক ও উদ্ধার করে দাকোপ থানায় নিয়ে যায়। শুরু হয় জোর তদবির।তদবিরে নেমে পড়েন সাবেক মেয়র অচিন্ত্য মন্ডল,কাকা অসিত বরন সাহা সহ বেশ কয়েকজন।কোন কাজ হয় না।শেষ পর্যন্ত নির্বাহী ম্যাজিষ্ট্রেড মিন্টু সহা মোবাইল কোর্টের মাধ্যমে ৬ মাসের সাজা ও ১০ হাজার টাকা জরিমানা করেন। এমন অভিযান ও সাজার কারনে এলাকাবাসি ওসি সেকেন্দার আলিসহ অভিযানে থাকা সকল পুলিশ অফিসার ও দাকোপ উপজেলা প্রশাসন,সুযোগ্য ইউএনও মিন্টু সাহাকে অভিনন্দন জানিয়েছেন।উল্লেখ্য বিগত ৯৬ সালে আওয়ামীলীগ ১ম ক্ষমতায় আসার পর থেকে এই সিপন সাহা ও তার কাকা বিদেশি মদ,বিয়ারের ব্যবসা সহ নদীর কালোবাজারীর ব্যবসা, সকল তেল কেনা একক ভাবে করে আসছিল বলে এলাকাবাসি জানান।সিপনকে জেল হাজতে প্রেরন করায় এলাকার সকল শ্রণীর মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest