ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০৩ অপরাহ্ণ, আগস্ট ৮, ২০২১
গোলাম মোস্তফা খান, দাকোপ,খুলনা: হীড বাংলাদেশ আজ দাকোপ স্বাস্থ্য কমপ্লেক্স এ করোনা রোগিদের জীবন রক্ষার জন্য সবথেকে গুরুত্তপূর্ণ বিদেশি মুল্যবান যন্ত্র অক্সিজেন তৈরীর কনসেনটেটর দাকোপ হাসপাতালের করোনা ইউনিটে দান করেন।
হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মিন্টু বিশ্বাস,হীডের বাংলাদেশ প্রধান মোহাম্মাদ আনোয়ার হোসেন,দাকোপ আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শেখ আবুল হোসেন,দাকোপ স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা মোজাম্মেল হোসেন,হীড বাংলাদেশের ম্যানেজার (এ্যাডমিনিষ্টেটর) আব্দুস সালাম,হীডের প্রকল্প সমন্ময়কারি নজরুল ইসলাম,পার্থ রায় চৌধুরী,ষ্টীভ রায় রুপম,সিনিয়র সাংবাদিক ও আওয়ামীলীগনেতা গোলাম মোস্তফা খান,ভাইস চেয়ারম্যান খাদিজা আকতার,ডাঃ তন্ময় দত্ত সহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের ও সাংবাদিক নেতৃবৃন্দ।
উল্লেখ্য এনজিও হীডের উদযোগে স্বাধীনতা পরবর্তী দাকোপ হাসপাতালটি প্রতিষ্ঠা করা হয় বলে সংক্ষিপ্ত সভায় হীডের সিনিয়র অফিসার দাকোপের কৃতি সন্তান আব্দুস সালাম তুলে ধরেন। এখনও পাশে আছে থাকবে বলে অভিমত ব্যাক্ত করেন।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST