ঢাকা ১৩ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২২
গোলাম মোস্তফা খান,দাকোপ,খুলনা
দাকোপ সদর চালনাবজারে
অবস্থিত জেলা পরিষদের পুকুরটির হাল। নেই কোন বাউন্ডারি ওয়াল,চারিপাশের ময়লা আবর্জনা সারাবছর পুকুরের মধ্য পড়ে পানি দুষিত হতে থাকে সব ময়য়।সর্বসাধারন মাছ ধরে এ পুকুরে প্রতিদিন।নোংরা সকল জিনিসপত্র ধোয়ার কাজও চলে এ পুকুরে।সাপ্তাহিক হাটের দিনতো রিতীমত হাটুরেদের লাইন পড়ে যায়। পুকুরের পাড়ে বর্তমানে লেপতোষক,কাপড়সহ নানা ধরনের দোকানপাটও বসা শুরু হয়েছে রিতীমত।এ ছাড়া পুকুরের পাড়ের উপরে জেলা পরিষদের জায়গায় কেউ কেউ দখল করে দোকানপাট,ঘরবাড়ি বেধে বসবাস শুরু করেছে বেশ আগে থেকই। আর হাটের দিনের শত শত দোকানদারদের ময়লা সহ কাছাকাছি বসবাসকারিদের বাড়ির নিত্যদিনের ময়লা আবর্জনা এ পুকুরেই পড়ছে,কেউ রাতে কেউ সুযোগ বুঝে দিনে। অথচ কয়েকযুগ ধরে এ পুকুরের পানি সরাসরি,ফিল্টার যখন ভাল ছিল ফিল্টারের থেকে নিয়ে,এবং বর্তমানে রান্নার জন্য এ পুকুরের পানি ব্যবহার করে থাকে। অথচ পৌরসভা লাগোয়া পুকুরটির এ হাল। খনন করে সঠিকভাবে পাড় না বাঁধা এবং যুগ যুগের মধ্যও কখন বাউন্ডারি ওয়াল না দেওয়ায় মানুষের এ সমস্যার সৃষ্টি,এ দূর্ভোগ।।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST