ঢাকা ১৩ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৪১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২২
গোলাম মােস্তফা খান,দাকোপ,খুলনা।
কমিলমুনির নিত্যানন্দের বানানো ভেজাল সরিষার তেল বিসমিল্লাহ নামের ট্রলারযোগে চালনাবাজারে এনে দাকোপের বিভিন্ন হাটবাজারে দীর্ঘদিন যাবৎ বিক্রি হলেও সেনেটারি ইনেসপেক্টর সহ সকলেই নিরব ভুমিকা পালন করছে। জানা গেছে দায়িত্বরত অনেকের সাথে চুক্তিতে মানুষ মারার মত এতবড় ভেজাল খাদ্য যা মানুষের নিত্য দিনের প্রয়োজন সেটা অনায়াসে বিক্রি করে চলেছে। দেখেও সকলে না দেখার ভান করছে সকলে। অপেক্ষাকৃত কম দামে না জানা,না বুঝা শত শত মানুষ এ তেল বুধবার,মঙ্গলবার হাটের দিন দেদারছে কিনে চলেছে বলে বাজারের ব্যবসায়ী বিধান সাহা,রনজিত রায,অমিত মন্ডল সহ অনেকেই জানান।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST