দাকোপের হাটবাজারে ভেজাল সরিষার তেল তৈরি হচ্ছে

প্রকাশিত: ২:৪১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২২

দাকোপের হাটবাজারে ভেজাল সরিষার তেল তৈরি হচ্ছে

গোলাম মােস্তফা খান,দাকোপ,খুলনা।
কমিলমুনির নিত্যানন্দের বানানো ভেজাল সরিষার তেল বিসমিল্লাহ নামের ট্রলারযোগে চালনাবাজারে এনে দাকোপের বিভিন্ন হাটবাজারে দীর্ঘদিন যাবৎ বিক্রি হলেও সেনেটারি ইনেসপেক্টর সহ সকলেই নিরব ভুমিকা পালন করছে। জানা গেছে দায়িত্বরত অনেকের সাথে চুক্তিতে মানুষ মারার মত এতবড় ভেজাল খাদ্য যা মানুষের নিত্য দিনের প্রয়োজন সেটা অনায়াসে বিক্রি করে চলেছে। দেখেও সকলে না দেখার ভান করছে সকলে। অপেক্ষাকৃত কম দামে না জানা,না বুঝা শত শত মানুষ এ তেল বুধবার,মঙ্গলবার হাটের দিন দেদারছে কিনে চলেছে বলে বাজারের ব্যবসায়ী বিধান সাহা,রনজিত রায,অমিত মন্ডল সহ অনেকেই জানান।


বাজুয়া,চালনা শুধু না কালিনগর,নলিযান,বটুনিয়া,খুটাখালি,বানিশান্তা বাজারেও হাতে বানানো এ ভেজাল তেল বিক্রি হয়। যে তেলে এক ফোটাও সরিসার তেল বা একটি দানাও সরিষা নাই।সুপার জাতিয় তেলে ক্যামিক্যাল মিশিয়ে এ তেল তৈরি করে বিক্রি করছে গ্রামের নিরীহ মানুষের চোখে ধুলো দিয়ে। তেল তৈরির কারিগর নিত্যার কাছে কিছু জানার ইচ্ছায় বার বার মোবাইলে যোগাযোগ করা হলে মোবাইর একবার রিসিভ করে সংগে সংগে কেটে দেয়। তবে সাপ্তাহিক হাট বুধবার ওই তেল বিক্রি করার সময় নিত্যসহ কয়েকজনের ছবি তোলা সম্ভব হয়। ছবি তোলার পর দ্রুত মোটর সাইকেল যোগে চালনা ত্যাগ করে। বিষয়টি জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষন করেছেন এলাকার সচেতন মহল।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest