ঢাকা ১১ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
মোঃ সাগর মল্লিক খুলনা ব্যুরো:-ইতিহাস পর্যালোচনা করে দেখা যায় যে, এ মহাবিশ্বে যিনি বা যারা নেতা হিসেবে স্মরণীয় হয়ে আছেন তাঁদের এমন কিছু বিশেষ গুণাগুণ ছিল যা তাঁদেরকে অন্যদের থেকে স্বতন্ত্র করে তুলেছে।
সৃষ্টিকর্তা প্রদত্ত এ বিশেষ গুণাগুণের মাধ্যমেই তাঁরা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে তাঁদের নিজেদের নাম লিখিয়েছেন । শোষিত মানুষের নেতা ‘নেলসন ম্যান্ডেলা’ কিংবা রাজনীতির কবি ‘বঙ্গবন্ধু’র জীবনী বিশ্লেষণ করে দেখা যায় যে , নিজ কর্মদক্ষতার বলেই তাঁরা তাঁদের স্ব স্ব স্থানে জনপ্রিয়তার শীর্ষে ছিলেন।
উপরোক্ত গুণাবলী যখন আমার লেখাতে ধারণ করছিলাম ঠিক তখনই একটি নাম তাঁর আপন গতিতে আমার হৃদয়ে হুংকার দিয়ে উঠেছিল ।
যে নামের সাথে একজন নেতার সবকটি গুণাবলী একে অপরের পরিপূরক। যার জন্মই হয়েছে জয় করার জন্য।
মেধা ও মননশীলতায় তারুন্যের জয়ধ্বনিতে উচ্চারিত হয় যার নাম । তাঁর বর্ণাঢ্য কর্মময় জীবন, ছাত্রসমাজের সাথে তার অনুরাগ-ভালবাসা, কমিটমেন্ট, একটি জনপদের পশ্চাৎপদ ছাত্রসমাজের ভাগ্যর উন্নয়নে নিজের সম্পৃক্ততা তাকে নানা মুখী কর্মস্রোতে সম্পৃক্ত করেছে।
এই আবেগ এবং ত্যাগ তাকে যেমন মানুষ প্রেমে উজ্জীবিত করেছে পাশাপাশি নিত্য নতুন সৃষ্টিতে তাঁকে তাড়িত করেছে । বলছিলাম বাগেরহাট জেলা ছাত্রলীগের অপ্রতিরোধ্য যোদ্ধা সংগ্রামী সাধারণ সম্পাদক ওশান সরদার এর কথা।
ক্লিন ইমেজের বিকশিত,ব্যক্তিত্ব,ছাত্রসমাজের অহংকার,তৃণমূল থেকে গড়ে ওঠা ছাত্রনেতা,বঙ্গবন্ধুর আদর্শের মূর্ত প্রতীক ওশান সরদার ইতিমধ্যে ছাত্রসমাজের কাছে নিজেকে একজন ছাত্রবান্ধব অভিভাবক হিসেবে আবির্ভূত করেছেন।
সৃষ্টি সুখের উল্লাসে অনেক মহৎ কিছু করার অনুপ্রেরণায় এগিয়ে যাচ্ছেন ছাত্র রাজনীতির উজ্জল নক্ষত্র বাংলাদেশ ছাত্রলীগের ভ্যানগার্ড মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আস্থাভাজন ওশান সরদার ।
ওশান সরদার একজন প্রতিশ্রুতিবদ্ধ ছাত্রনেতা, হাজারো ছাত্রলীগ নেতা-কর্মীর অভিভাবক, সাধারণ শিক্ষার্থীদের অনুপ্রেরণা।
বিশ্বায়নের যুগে মাঠের প্রতিযোগিতার সাথে মেধা মননের প্রতিযোগিতায় সামনে থেকে নেতৃত্ত্ব দিয়ে ঐতিহ্যবাহী ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে এগিয়ে নেবার দৃপ্ত শপথে বলীয়ান বাগেরহাট জেলা ছাত্রলীগের সংগ্রামী এই সাধারণ সম্পাদক।
তার সুদক্ষ নেতৃত্বে এবং নিরলস পরিশ্রমের মাধ্যমে বাগেরহাট জেলা ছাত্রলীগ আজ ছাত্রলীগের একটি মডেল ইউনিট হিসেবে উপাধি পেয়েছে।মানবিকতার প্রশ্নে কখনো আপোষ করেননি ওশান সরদার । যেখানেই বিপর্যয় সেখানেই অকুতোভয় সৈনিকের মতো ছুটে গিয়েছেন তিনি।
এ বিষয়ে তার সঙ্গে কথা হয় আলোকিত সময় পত্রিকার খুলনা ব্যুরো মোঃ সাগর মল্লিক এর সাথে ওশান সরদার বলেন ছাত্রলীগ আমার রক্তে মিশে আছে আমার ফ্যামেলি ব্যাকগ্রাউন্ড এর কেউ না কেউ ছাত্রলীগের সাথে নেতৃত্ব দিয়ে আসছে তাই ছোট থেকেই আমার ছাত্রলীগের প্রতি ভালাবাসা ছিলো অন্যরকম। আমি সবসময় বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে ও বাগেরহাট ২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময় ভাই এর নির্দেশে সকল কার্যক্রম পরিচালনা করি।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST