ঢাকা ৭ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
গোলাম মোস্তফা খান,দাকোপ,খুলনা। দাকোপ,বটিয়াঘাটায় এখন আলোচনায় পানখালি বরনপাড়া ব্রীজ যেটা খুলনা শহরে যেতে একমাত্র নদী,যেটা অনেক আগেই হওয়ার কথা ছিল,টেন্ডারও হয়েছিল কিন্তু হলো না, নেতাদের বলি ভোট এসে গেছে সকলে চুপ কেন, সবচেয়ে জনগুরুত্বপুর্ন এ ব্রীজটির জন্য কেউ তদবির করে,কাজ করে দেখান,জনগন তার পাশেই আশা করি থাকবে সারাজিবন।এলাকার অধিকাংশ মানুষের বক্তব্য সারাদেশে এত বড় বড় ব্রীজ হচ্ছে আর চির অবহেলিত বলতে গেলে মাননীয় প্রধানমন্ত্রীর নিজ এলাকা দাকোপ বটিয়াঘাটার ছোট্ট এ ব্রীজটি কেন হবে না।জননেত্রীকে ঠিকমত বুঝিয়ে যে নেতানেত্রী বলতে পারবে তিনি ঠিকই সফল হবেন আশা রাখি।
মনে রাখতে হবে ব্রীজটি না হওয়ায় হাজার হাজার কোটি টাকার তরমুজ,চিংড়ি,কাকড়া সহ নানা ফসল নষ্ট হয় প্রতিবছর।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST