ঢাকা ২ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪০ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২১
সৈয়দ আতিকুল ইসলাম, বিশেষ প্রতিনিধি /পটুয়াখালীর দুমকি উপজেলার আংগারিয়া ইউনিয়নে লাইট মারাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী এক সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে উভায় পক্ষের কমপক্ষে চারজন আহত হন বলে জানা গেছে, দুমকি উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের তথ্য সূত্রে জানা যায় উপজেলার আংগারিয়ার জলিশায় চোঁখে টচ-লাইটের আলো পরা নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে, এতে উভয় পক্ষের চারজন আহত হয়,আহতদের দুমকি উপজেলা স্বাস্থ্য কমপেলেক্সে ভর্তি করা হয়ছে, আহতরা হলেন ৮ ও ৯ নং ওয়াডের বাসিন্দা (১) মানিক পাইক,পিতাঃ পন্য পাইক(২)অর্মিত হালদার পিতাঃ অমল্য হালদার (৩)নমিতা রানী স্বামীঃঅর্মিত হালদার (৪)রমেশ ঘরামী পিঃ মাহিন্দ্র ঘরামী।এঘটনায় উভয় পক্ষ দুমকি থানায় একটি করে লিখিত দরখাস্ত দেন বলে জানা গেছে
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST