মোঃ সাগর মল্লিক বাগেরহাট প্রতিনিধি : করোনায় বাংলাদেশের এই ক্লান্তিকালে সারাদেশ যখন মহামারী অবস্থা সরকার কতৃক লগডাউন ঘোষনা সহ সবাইকে নিজ ঘরে এবং সামাজিক দূরত্ব বজায় রাখার ঘোষনা দেওয়া হয়েছে,ঠিক সেই মুহূত্বে সরকার কতৃক অসহায় মানুষের খাদ্য ও উপহার সামগ্রী বাগেরহাট ২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়ের পক্ষে বাগেরহাট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওশান সরদার মানুষের বাড়ি বাড়ি গিয়ে পৌছে দিচ্ছেন এবং তিনি তার নিজ উদ্যোগে স্যোসাল মিডিয়াতে করোনা সম্পর্কে একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছেন।

কুইজ প্রতিযোগিতার স্লোগান হিসাবে তিনি আতংক নয় প্রস্তুতি, গুজব নয়, সচেতনতা, এই স্লোগানটি ব্যবহার করেছেন, তার কাছে জানতে চায়লে তিনি আলোকিত সময়’কে জানান চারিদিকে করোনা নিয়ে বিভিন্ন গুজবের সৃষ্টি হচ্ছে এর মধ্যো সোস্যাল মিডিয়া অন্যতম, এজন্য আমি সোস্যাল মিডিয়াতে গুজব বিরোধী এবং সচেতনতা মূলক কুইজের মাধ্যমে কিছু প্রশ্ন দিয়ে থাকি এবং প্রতিটা প্রশ্নই করোনা সম্পকৃত এবং সঠিক উত্তরদাতাদের মাঝে সামান্য উপহারের ব্যাবস্থা ও করে থাকি,ইতিমধ্যে ১৭ জন বিজয়ীদের মাঝে উপহার দেওয়া হয়েছে। বাগেরহাট ২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময় সবসময় আমাকে এই কাজের অনুপ্রেরণা দিয়েছেন।এবং কারিগরি সহযোগিতা করেছেন বাগেরহাট জেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক ফয়সাল হোসেন।