তানভীর আহম্মেদ কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হেসাখাল বাজারে পূর্ব বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে ১২ জন আহত হয়েছে। আহত আবুল বাশার অভিযোগ করে বলেন , রোববার সন্ধায় হেসাখাল বাজার জামে মসজিদে মাগরিব এর নামাজ পড়তে যায়, মৃত আব্দুল হকের ছেলে আবুল বাশার। নামাজ পড়ে বাড়ীতে আসার পথে সাবেক রবিউল মেম্বারের দোকানের সামনে এলে হেসাখাল বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কামাল হোসেনসহ ১৫-২০ জনের একটি গ্রুফ দেশীয় অস্ত্র – সস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে বাশারকে আহত করে। বাশারে চিৎকার শুনে নতুন বাড়ীর তার ছেলে আলমগীর হোসেন, রিপন, তোফায়েল, আব্দুল মন্নানের ছেলে হাবিবুর রহমান, তার ভাই আরিফুর রহমান, আব্দুল বাতেনের ছেলে সজিবকে দেশীয় অস্ত্র – সস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। আহতদেরকে নাঙ্গলকোট উপজেলা ৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে । আহতদের মধ্যে আবুল বাশারের অবস্থার অবনতি ঘটায় দায়িত্ব রত ডাক্তার তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। এই বিষয়ে অভিযুক্ত কামাল হোসেনের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, উল্টো তাদের হামলায় আমিসহ ৫ জন আহত হয়েছি। এ বিষয়ে সোমবার নাঙ্গলকোট থানার ওসি বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, হামলার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি । আহতরা চিকিৎসাধীণ রয়েছে । এই ঘটনায় দুই পক্ষের কেউ থানায় লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে ।