ঢাকা ২৮ মে, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৪ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৩২ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০২০
কামরুজ্জামান বাঁধন, বিশেষ প্রতিনিধিঃ পটুয়াখালীর মির্জাগঞ্জের পশ্চিম সুবিদখালী গ্রামে মালয়েশিয়া ফেরত এক যুবক হোম কোয়ারেন্টাইনে না থেকে প্রকাশ্যে চলাফেরা করায় ২হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রট মো.সরোয়ার হোসেন। আজ বুধবার বিকালে বিদেশ ফেরত ব্যক্তিদের তালিকা নিয়ে বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে হোম কোয়ারেন্টাইনে থাকতে নির্দেশ দেন এবং সুবিদখালী বাজার,বিদ্যালয় ও সুবিদখালী সরকারী কলেজ সংলগ্ন খেলার মাঠসহ বিভিন্ন জনসমাগমস্থলে উপস্থিত জনসাধারণকে করোনা ভাইরাস প্রতিরোধে করনীয় বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে তা মেনে চলতে অনুরোধ করেন। উল্লেখ্য,পশ্চিম সুবিদখালী গ্রামের মনির হোসেন গত ১১মার্চ মালয়েশিয়া থেকে দেশে ফিরে আসেন। বিকালে ভ্রাম্যমান আদালতে জরিমানা প্রদান শেষে মনির হোসেনকে তার নিজ বাড়ীতে পৌঁছে দিয়ে আগামী ৮দিন নিজ গৃহে আলাদা স্থানে থাকতে নির্দেশ প্রদান করেন।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST