উজিরপুরে পুকুরে পরে এক শিশুর মর্মান্তিক মৃত্যু

প্রকাশিত: ৬:৩৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০২০

উজিরপুরে পুকুরে পরে এক শিশুর মর্মান্তিক মৃত্যু

শফিকুল ইসলাম শামীম উজিরপুর প্রতিনিধি ঃ আজকে সকাল ১০ ঘটিকার সময় হারতা ইউনিয়নের বাসিন্দা খিতাস চন্দ্র হালদারের কন্যা তাহার নিজ বাড়ির পুকুরে পড়ে এক মরমান্তিক মৃত্যুর ঘটনা ঘটে। খিতিস চন্দ্র হালদারের কন্যা সন্তানটি পুকুর থেকে উদ্যার করে তাহার স্বজনরা স্থানীয় হারতা স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে নিয়ে যান। ডাঃ মোঃ শাহরিয়ার হক,এমবিবিএস,বিসিএস,(স্বাস্থ্য),সহকারী সার্জন তাহাকে প্রয়োজনীয় পরিক্ষা, নিরিক্ষা করে তাকে মৃত্যু বলে ঘোষনা করেন। ডাঃশাহরিয়ার হক বাচ্চাটির স্বজনদের বলেন যে, এই বাচ্চাটির ২ঘন্টা পূর্বে মৃত্যুর ঘটনা ঘটেছে বলে তাহাদেরকে নিশ্চিত কেরেন। এনিয়ে খিতিস চন্দ্র হালদারের পরিবার ও স্বজনদের মাঝে শোকের ছায়া বিরাজ করছে।


alokito tv

Pin It on Pinterest