ঢাকা ৮ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:২৬ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৪, ২০১৯
মোঃ শফিউর রহমান কামাল, বরিশাল ব্যুরো:
বরিশালের বানারীপাড়ায় মাহিন্দ্র ও মোটরসাইকেলের সংঘর্ষে সাইদুল ইসলাম স্বপন (৫২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকাল ৯টার দিকে বরিশাল-বানারীপাড়া সড়কের গাবতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত স্বপন বানারীপাড়ার চাখারের মাদারকাঠি এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন সেনাবাহিনীতে চাকরি করেছেন।
বানারীপাড়া সড়কে দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট মো. আসাদ জানান, মোটরসাইকেল চালিয়ে সাইদুল চাখার থেকে বরিশালের দিকে আসছিলেন। পথিমধ্যে গাবতলা এলাকায় যাত্রীবাহী একটি মাহিন্দ্রার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিনি মারা যান।
নিহতের লাশ বরিশাল হাসপাতালের মর্গে রয়েছে বলে জানান ট্রাফিক সার্জেন্ট।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST