ঢাকা ৮ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৫৫ অপরাহ্ণ, মার্চ ২, ২০২৪
মোঃ শাহ আলম বিশেষ প্রতিনিধি:
আজ ২ মার্চ ২০২৪ইং,বিকাল ৩ টায় বাংলাদেশ শিশু কল্যান পরিষদ হল রুমে আয়োজন করা হয় সম্মিলিত সাংবাদিক পরিষদ -এসএসপি এর নবনির্বাচিত কার্যনির্বাহহী কমিটির অভিষেক অনুষ্ঠান-২০২৪। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি মো:নিজামুল হক নাসিম,চেয়ারম্যান,বাংলাদেশ প্রেশ কাউন্সিল।প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আবু জাফর সুর্য, সাবেক সভাপতি, ঢাকা সাংবাদিক ইউনিয়ন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো:আশরাফুল ইসলাম, প্রধান নির্বাচন কমিশনার, এসএসপি, মো:মঞ্জুর হোসেন ঈসা,নির্বাচন কমিশনার, এসএসপি,এড.হাসান আলম সুমন,নির্বাচন কমিশনার, এসএসপি।অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব শফিকুল ইসলাম সাদ্দাম এর শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে আলোচনা ও অভিষেক অনুষ্ঠান ২০২৪ আরম্ভ হয়। অনুষ্ঠানের প্রথমেই গত ২৯ইং ফেব্রুয়ারী ঢাকার বেইলী রোডের ভয়াবহ অগ্নিকান্ডে নিহত সকলের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য এক মিনিট নিরবতা পালন করা হয়।পরবর্তীতে বক্তব্যকালে বক্তাতারা সকলেই সকলের বক্তব্যের মধ্য দিয়ে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে যেসকল সমস্যার মোকাবিলা হন সে সকল সমস্যার প্রতিকার এর দাবি তুলে ধরেন। অনুষ্ঠানের প্রধান অতিথি বিচারপতি মো:নিজামুল হক নাসিম তার বক্তব্যে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে বিভিন্ন দিক নির্দেশনা দেন এবং সাংবাদিকদের এই পেশার পবিত্রতা বঝায় রাখারও আহ্বান জানান।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এসএসপির সাধারণ সম্পাদক জনাব জালাল উদ্দিন জুয়েল এবং উক্ত সংগঠনের সভাপতি এস এম শামছুল আলম নিক্সন তার বক্তব্য প্রদানের মধ্যেদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST