বরিশালে বিএম কলেজে সংস্কৃতিক পরিষদের একযুগ পূর্তিতে নবান্ন ও লোক-সংস্কৃতি উৎসব অনুষ্ঠিত।

প্রকাশিত: ৭:৩৮ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১০, ২০১৯

বরিশালে বিএম কলেজে সংস্কৃতিক পরিষদের একযুগ পূর্তিতে নবান্ন ও লোক-সংস্কৃতি উৎসব অনুষ্ঠিত।

পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ আজ ৯ই ডিসেম্বর সোমবার সন্ধ্যা ৬ টায় বিএম কলেজ সংস্কৃতিক পরিষদ এর আয়োজনে,সরকারি বিএম কলেজ মুক্তমঞ্চে সংস্কৃতিক পরিষদের একযুগ পূর্তিতে দিনভর নবান্ন ও লোক-সংস্কৃতি উৎসব ২০১৯ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক সভাপতি সংস্কৃতিক পরিষদ সুমন দাস। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ সরকারি বিএম কলেজ বরিশাল প্রফেসর শফিকুর রহমান শিকদার, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) বরিশাল মেট্রোপলিটন পুলিশ বরিশাল, মোঃ মোয়াজ্জেম হোসেন ভূঁঞা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এস এম ইকবাল, সাংগঠনিক সম্পাদক গ্রুপ থিয়েটার ফেডারেশন বাসুদেব ঘোষ, সহ-সভাপতি সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ বরিশাল মিন্টু কুমার কর, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বরিশাল পঙ্কজ রায় চৌধুরী, সাধারণ সম্পাদক শিক্ষক পরিষদ বি এম কলেজ বরিশাল আল আমিন সারওয়ারসহ সংস্কৃতির পরিষদের সদস্য, বিএম কলেজে শিক্ষক শিক্ষার্থীর উপস্থিত ছিলেন। দিনভর অনুষ্ঠানে দ্বিতীয় ভাগে অনুষ্ঠানে শুরুতে আলোচনা সভা শেষে সংস্কৃতিক পরিষদের একযুগ পূর্তিতে বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। পরে বিভিন্ন পিঠা পুলীর স্টল পরিদর্শন করেন অতিথিরা এবং পরিশেষে মনোজ্ঞ এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest