বাকেরগঞ্জ থানার নিয়ামতি ইউনিয়ন দুই ভাগ করার দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১:৫৬ অপরাহ্ণ, ডিসেম্বর ১১, ২০১৯

বাকেরগঞ্জ থানার নিয়ামতি ইউনিয়ন দুই ভাগ করার দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত

লিটন বায়েজিদঃ বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার ১৪ নং নিয়ামতি ইউনিয়ন দুই ভাগে বিভক্ত করে ১৫ নং নবীনগর (সাবেক রামনগর) ইউনিয়ন গঠন করার লক্ষ্যে নিয়ামতি ইউনিয়ন এর মহেশপুর বাজার সংলগ্ন রামনগর বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এক বিশাল আলোচনা সভার আয়োজন করা হয় ১০ ডিসেম্বর বিকাল ৩ টায়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় দৈনিক আলোর জগত পত্রিকার সম্পাদক ও বিশিষ্ট সমাজ সেবক মোঃ ফারুক আলম তালুকদার, অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ১৪ নং নিয়ামতি ইউনিয়ন এর চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ রুহুল আমিন, এম আলী ইনস্টিটিউটের চেয়ারম্যান মোহাম্মদ তাসাদ্দুক হোসাইন, ১৪ নং নিয়ামতি ইউনিয়ন এর প্রাক্তন চেয়ারম্যান মোহাম্মদ জাবেদ আলী এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১৪ নং নিয়ামতি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মালেক সিকদার। আলোচনা সভায় বক্তরা বলেন ইউনিয়নটি অনেক বড় হওয়ায় সরকারের নানাবিধ উন্নয়ন থেকে আমরা বিভিন্নভাবে পিছিয়ে আছি, যেমন: শিক্ষা ব্যবস্থা, রাস্তাঘাট, চিকিৎসাসেবা, সামাজিক উন্নয়ন সহ আরো নানা প্রতিকুলতা। তাই ইউনিয়নটি দুই ভাগ হলে সকল সমস্যার সমাধান হবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন। এবং বিষয়টি নিয়ে মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের কাছে স্মারকলিপি প্রদান করবেন বলে জানান।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest