রাঙ্গাবালী ভূমি ইউনিয়ান ভূমি অফিসের বেহাল দশা।এখানে একটিভবন দরকার

প্রকাশিত: ৮:১১ অপরাহ্ণ, ডিসেম্বর ১২, ২০১৯

রাঙ্গাবালী ভূমি ইউনিয়ান ভূমি অফিসের বেহাল দশা।এখানে একটিভবন দরকার

মোঃমনিরুল ইসলাম রাঙ্গাবালী (পটুয়াখালী)প্রতিনিধি পটুয়াখালী রাঙ্গাবালী উপজেলার বাহের চর বাজারে অবস্থিত ভূমি অফিস।যা দেখলে মনে হয় এযেন শত বছরের পূরানো বাড়ি।পাঁচ ইউনিয়ন লোকজন এখানে আসে জমি জমার কাজে।কারন উপজেলা ভূমি অফিসের কাজ ও এখানেই চলে।নেই কোন ভবন। নেই কোন কাগজ পত্র রাখান নিদৃষ্ট স্থান। ভূমি আফিসের কমর্কতারা অনেক কষ্ট করে অফিস করতে হয়। লোক জন আসলে তাদের বসতে ও দিতে পারে না ঠিক মতো। তাদের এ কষ্ট বুঝার কেউ নেই। ভূমি অফিসে তহশিলদার মুহম্মাদ মনিরুল ইসলাম বলেন,এটা আসলে উপজেলা ভূমি অফিস নয়।এটা ইউনিয়ন ভূমি অফিস। এমনিতেই এখানে ভবন নাই।ছোট একটা ঘরে বসে কাজ করতে হয়।তার ভিতর উপজেলা ভূমি অফিসের কাজ করার কারনে আমার কষ্ট হয়।তারা এখানে কাজ করলে আমার কোন সমস্যা নাই।তবে এখানে একটি ভবন থাকলে আমাদের কাজ করতে অনেক সুবিধা হয়। উপজেলা ভূমি অফিসের সার্বেয়ার মোঃ সজল হোসেন বলে,আমরা ইউনিয়ন ভূমি অফিসে বসে কাজ করি।এখানে আফিস করা আনেক কষ্ট।কি করার চাকুরী করি তাই এখানে এভাবেই কাজ করতে হয়।বর্ষাকালে পনি পড়ে।নেই একটা ভবন।এই ছোট ঘরের ছোট একটা রুমে বসে কাজ করি।রুমের জায়গা কম থাকার কারনে কাগজপত্র গুছিয়ে রাখতে পারিনা।একটার উপরে একটা রাখতে হয়।ভাগা ভাগী করে রাখতে পারিনা।তাই লোকজন আসলে সময় মতো কাগজপত্র খুজে পাইনা। উপজেলা ভূমি অফিসের নাজীর মোঃ আবদুল লতিফ মিয়া বলেন,আমরা এ অফিসে বসে কাজ করি।এখানে জরুরি একটি ভবন দরকার।এতো ছোট ঘরে অফিস করা যায় না।ঠিকমত কাগজপত্র গুছিয়ে রাখতে পাড়ি না।জায়গা কম।কি করবো চাকুরী করি তাই বাধ্য হয়ে কাজ করতে হয়।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest