মির্জাগঞ্জে বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে মহান বিজয় দিবস উদ্যাপিত

প্রকাশিত: ৪:১০ অপরাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০১৯

মির্জাগঞ্জে বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে  মহান বিজয় দিবস উদ্যাপিত

কামরুজ্জামান বাঁধন,মির্জাগঞ্জ(পটুয়াখালী)প্রতিনিধিঃ পটুয়াখালীর মির্জাগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে মহান বিজয় দিবস উদ্যাপন করা হয়েছে। সোমবার সকালে ৩১ বার তোপধ্বনির মধ্যে দিয়ে দিবসের সূচনা করা হয়।প্রত্যুষে সকল সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন,উপজেলা মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ,উপজেলা পরিষদ মাঠে কুচকাওয়াজ অনুষ্ঠান,মসজিদ-মন্দির সহ বিভিন্ন উপসনালয়ে বিশেষ দোয়া ও প্রার্থনা, হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন,সাংস্কৃতিক অনুষ্ঠান,আলোকসজ্জা,শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা,প্রীতি ফুটবল খেলা,বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ছয়টায় উপজেলা প্রশাসন,উপজেলা পরিষদ,মির্জাগঞ্জ থানা,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ,উপজেলা আওয়ামীলীগ,মির্জাগঞ্জ প্রেসক্লাব,যুবলীগ, ছাত্রলীগ,স্বেচ্ছাসেবক লীগ,শ্রমিকলীগ,অটো বাইক শ্রমিকলীগ,শ্রমিক ইউনিয়ন, উপজেলা বিএনপি,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,উপজেলা সরকারী কর্মচারী ক্লাব,স্বেচ্ছাসেবী সংগঠন মির্জাগঞ্জ ফাউন্ডেশন ও এনজিও ফোরামসহ বিভিন্ন সংগঠন মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

সকাল সাড়ে আটটায় উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত কুচকাওয়াজ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সরোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান খান মোঃ আবু বকর সিদ্দিকী।পল্লী সঞ্চয় ব্যাংকের সমন্বয়ক মোঃ আল-আমিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধকালীন কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মোঃ আলতাফ হায়দার, মির্জাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি গাজী আত্হার উদ্দীন আহমেদ,মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এম.আর শওকত আনোয়ার ইসলাম,উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মোঃ জহিরুল ইসলাম জুয়েল,মহিলা ভাইস-চেয়ারম্যান হাসিনা হাবিব,উপজেলা যুবলীগ সাধারন সম্পাদক ও পটুয়াখালী জেলা পরিষদের সদস্য মোঃ শফিকুল ইসলাম মহসিন মৃধাসহ উপজেলা যুবলীগ,ছাত্রলীগ ও উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকতাগন।কুচকাওয়াজ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা শারীরিক কসরত প্রদর্শন করেন। কুচকাওয়াজ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী অফিসার মোঃ সরোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খাঁন মোঃ আবু বকর সিদ্দিকী।উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী সাইফুদ্দীন ওয়ালীদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন মুক্তিযুদ্ধকালীন কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মোঃ আলতাফ হায়দার,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা মোঃ আজিজ মল্লিক,মোঃ বজলুর রহমান,মির্জাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি গাজী আত্হার উদ্দীন আহমেদ,সিনিয়র সহ সভাপতি মোঃ বারেক সিকদার,সাধারন সম্পাদক জসীম উদ্দীন জুয়েল ব্যাপারী,প্রবীন নেতা ইসমাইল হোসেন মৃধা,সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ আবুল বাশার নাসির হাওলাদার ও মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এম.আর শওকত আনোয়ার ইসলাম প্রমূখ।আলোচনা সভা শেষে যুদ্ধকালীন কমান্ডার মুক্তিযোদ্ধা আলতাফ হায়দারের হাতে জাতীয় পরিচয় পত্রের বিশেষ স্মার্ট কার্ড তুলে দেয়ার মাধ্যমে কার্ড বিতরনের উদ্বোধন করা সহ বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest