আপেল মাহমুদ(শাওন) ভোলা প্রতিনিধি।। বাংলাদেশ আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনে নারী নেত্রীদের আশ্রয়স্থল দেশরত্ন শেখ হাসিনা তার পরীক্ষিত সৈনিক, বাংলাদেশ যুব মহিলা লীগের সম্মানিত সভাপতি নাজমা আকতারকে দক্ষতা ও সততার মূল্যায়ন করে “সাংগঠনিক সম্পদক” করে নারী কোটার বাস্তব প্রয়োগ দেখাবে এমন প্রত্যাশা করছেন বাংলাদেশ যুব মহিলা লীগের সকল নেত্রীবৃন্দ। লালমোহন উপজেলা যুব মহিলা লীগের সভাপতি কামরুন নাহার সুমি তার ফেইসবুক আইডিতে এক স্ট্যাটাসে বলেন, বাংলাদেশ যুব মহিলা লীগের সম্মানিত সভাপতি নাজমা আকতার বাংলাদেশ আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনের মাধ্যমে সাংগঠনিক সম্পাদক পদ পেলে রাজপথের আন্দোলন, সংগ্রাম, নির্যাতন এবং নেত্রীর প্রতি অকৃত্রিম আস্থা ও আনুগত্যের যথাযথ মূল্যায়ন করবেন এই প্রত্যাশা সারা বাংলার যুব মহিলা লীগের সকল নেতৃবৃন্দের। ১৯৮১ সালে দেশরত্ন শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের দিন থেকে নাজমা আকতার নেত্রীর ছায়া সঙ্গী হয়ে আছেন আজকের দিনটি পর্যন্ত। আর এর মাঝে অনেক প্রতিকূল পরিবেশকে নাজমা আকতার জয় করে শেখ হাসিনার চলার পথ প্রসস্থ করার লক্ষে দেশরত্ন শেখ হাসিনার নির্দেশক্রমে প্রতিষ্ঠা করেছিলেন “বাংলাদেশ যুব মহিলা লীগ” এবং সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন প্রতিষ্ঠাতা সভাপতির। দেশরত্ন শেখ হাসিনা বারবার আপনার উপররই আস্থা রেখেছেন যুব মহিলা লীগের নেতৃত্ব দেওয়ার জন্য। আজ বঙ্গবন্ধুর আদর্শে, দেশরত্ন শেখ হাসিনা নির্দেশনায় নাজমা আকতারের নেতৃত্বে সারা বাংলায় যুব মহিলা লীগ সুসংগঠিত একটি দক্ষ সংগঠন এবং সফলতার সাথে নেত্রীর দেয়া দায়িত্ব পালন করেছেন। নাজমা আকতারের পরিচ্ছন্ন রাজনীতি, অসাধারণ সাংগঠনিক দক্ষতা এবং নেত্রীর প্রতি অকৃত্রিম আস্থাই তাকে আরও উপরে নিয়ে যাবে ইনশাআল্লাহ। লেখাটি কামরুন নাহার সুমি, কার্যনির্বাহী সদস্য, বাংলাদেশ যুব মহিলা লীগ কেন্দ্রীয় কমিটি, সভাপতি লালমোহন উপজেলা, ভোলা এর ফেইসবুক আইডি থেকে নেয়া।