আপেল মাহমুদ(শাওন) ভোলা প্রতিনিধি॥ ভোলায় কীটনাশকের প্যাকেটে খাবার বিক্রির দায়ে মো: মাসুম (২১) নামে একজনকে পুলিশে সোপর্দ করলো জনতা। আজ ২৫ ডিসেম্বর (বুধবার) সকালে বাপ্তা ইউনিয়নের হাজিরহাট এলাকায় কীটনাশকের প্যাকেটে করে বাচ্চাদের খাবার সরবরাহ করার সময় এলাকাবাসী তাকে ধরে পুলিশে সোপর্দ করে। মাসুম ধনিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ছোট আলগী গ্রামের আনোয়ারুল হকের ছেলে। জানাযায় সে ঢাকা থেকে বাচ্চাদের বিভিন্ন খাদ্যসামগ্রী কিনে এনে পাইকারী ভাবে ভোলার বিভিন্ন এলাকার দোকানে দোকানে তা সরবরাহ করতেন। বুধবার সে যখন হাজিরহাটে দোকানে পন্য দিচ্ছিলেন তখন এগ্রো ফার্ম লিমিটেড এর প্যাকেটে মোড়া অবস্থায় বাচ্চাদের খাদ্য দেওয়ায় এলাকার মানুষ তাকে আটক করে রেখে পুলিশে সোপর্দ করে। ভোলা সদর থানা ওসি এনায়েত হোসেন জানান, তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।