ঢাকা ২৮ মে, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৪ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৩৫ অপরাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০১৯
আপেল মাহমুদ(শাওন) ভোলা প্রতিনিধি ॥ আগামী ৩০ ডিসেম্বর ভোলার চরফ্যাশন উপজেলার ২ টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে নুরাবাদা ও আহম্মদপুর ইউনিয়নে শেষ মুহূর্তের প্রচারনা চলছে। ইতিমধ্যে প্রার্থীরা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে উঠান বৈঠক ও গনসংযোগ করছে। নির্বাচনকে সুষ্ঠ ও শান্তিপূর্ন করার জন্য প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। এদিকে নুরাবাদ ইউনিয়নের আনারস প্রতিকের স্বতন্ত্রপ্রার্থী আনোয়ার হোসেন কাক ডাকা ভোর থেকেই ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ভোট চাচ্ছেন। তবে থেমে তার প্রতিপক্ষ নৌকা প্রতিকের প্রার্থী মোস্তাফিজুর রহমান। প্রশাসনের পক্ষ থেকে নির্বাচনের সাথে সংশ্লিস্ট প্রিজাইডিং ও পুলিং এজেন্ট সহ আইনশৃংখলাবাহিনির প্রশিক্ষণ শেষ করা হয়েছে। দীর্ঘ ৯ বছর পর আগামী ৩০ ডিসেম্বর নুরাবাদ ও আহম্মদপুর ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST