সোনালী ব্যাংকের তালতলী শাখা উদ্বোধন।

প্রকাশিত: ৬:৩৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০১৯

মোঃ হাইরাজ বরগুনা প্রতিনিধি :- বর্ণাঢ্য আয়োজনে সোনালী ব্যাংক লিঃ বরগুনার তালতলী শাখার কার্যক্রম উদ্বোধন হয়েছে। আজ রবিবার (২৯ ডিসেম্বর) সকাল১১ টায় উপজেলার বড়বগী ইউনিয়ন পরিষদের দ্বিতীয় তলায় ব্যাংকটির ১২২২ শাখা উদ্বোধন করেন বরগুনা ১ আসনের সংসদ সদস্য এ্যড. ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, পটুয়াখালীর এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মো. শাহ্ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি. হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেনারেল ম্যানেজার, জনাব আব্দুল আজিজ জনাব মো. রেজবি-উল-কবির জোমাদ্দার, জনাব মো. সেলিম মিঞা, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) এ সময় আরো উপস্থিত ছিলেন তালতলী উপজেলার বিশিষ্ট শিক্ষা অনুরাগী এ কে এম কামরুজ্জামান, তালতলী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান মিন্টু, উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের নেতা কর্মী সহ উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও শিক্ষক সাংবাদিক ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ। উদ্বোধনীঅনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু বলেন, বিভিন্ন ক্ষেত্রে ঋণ দিয়ে দেশের অর্থনীতিকে চাঙ্গা রেখেছে সোনালী ব্যাংক। এ ব্যাংকের ঋণ কার্যক্রম খুবই সহজসাধ্য। এবং স্থানীয় নারী উদ্যোক্তাদের সহজশর্তে ঋণ প্রদান করবে। কৃষি ও কৃষককে দেশের অর্থনীতির চালিকা শক্তি উল্লেখ করে তিনি আরো বলেন, কৃষকদের হয়রানীমুক্তভাবে কৃষি ঋণ দিয়ে থাকে সোনালী ব্যাংক। কোন প্রকার হয়রানী ছাড়াই প্রকৃত কৃষকদের কৃষি ঋণ দেওয়াহবে। সোনালী ব্যাংক লিঃ এর বরিশালের জেনারেল ম্যানেজার জনাব আব্দুল আজিজ বলেন , সারাদেশে সোনালী ব্যাংক ঋণ দেওয়ার ক্ষেত্রে এগিয়ে আছে। ব্যবসায়ীদেরকে ও ঋণ দিয়ে স্থানীয় ব্যবসায়িক কার্যক্রমকে গতিশীল করবে সোনালী ব্যাংক। এখন সোনালী ব্যাংক শতভাগ অনলাইনভিত্তিক। দেশের অন্যান্য অনলাইন ব্যাংকের সাথেও এ ব্যাংকের মাধ্যমে লেনদেন করা যায়। তিনি স্থানীয় শাখায় কর্মরর্তা-কর্মচারীদের ধৈর্য্য সহকারে সেবার মনোবৃত্তি নিয়ে গ্রাহক সন্তুষ্টির জন্য কাজ করার কথা বলেন।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest