আলোকিত সময় ডেক্সঃ ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতির নির্বাচনের কার্যনির্বাহী পরিষদে সাংগঠনিক সম্পাদকসহ চারটি নির্বাহী সদস্যপদে নলছিটির সাংবাদিকরা স্থান করে নিয়েছে। মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে এনটিভি’র ঝালকাঠি জেলা প্রতিনিধি কেএম সবুজ সাংগঠনিক সম্পাদক পদে সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়েছেন। এছাড়া নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন এখানের আরো তিন সাংবাদিক। যারা হলেন দিপ্ত টিভির জেলা প্রতিনিধি খালিদ হাসান তালুকদার, একাত্তর টিভির উপজেলা প্রতিনিধি হাসান আরেফিন ও চ্যানেল এস এর জেলা প্রতিনিধি ইব্রাহিম খান সাকিল।
নির্বাচিত এ চার সাংবাদিকই নলছিটি থেকেই সাংবাদিকতার ক্যারিয়ার শুরু করেছেন। বর্তমানে তারা প্রত্যেকেই বিভিন্ন গুরুত্বপূর্ণ মিডিয়ায় কাজ করছেন। এদের অকুন্ঠ সমর্থন ও মঙ্গলকামনা করে নলছিটির সব শ্রেনীর মানুষ। ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতির নব নির্বাচিত সকলকে নলছিটি সাংবাদিক ক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। এছাড়া নবনির্বাচিতদের অভিনন্দন জানিয়েছে নলছিটি প্রেসক্লাব, নলছিটি সাংবাদিক ফোরামসহ বিভিন্ন সংগঠন।