দুমকিতে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মাঝে পাঠ্য বই বিতরণ

প্রকাশিত: ৩:৫৫ অপরাহ্ণ, জানুয়ারি ১, ২০২০

দুমকিতে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মাঝে পাঠ্য বই বিতরণ

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি\ পটুয়াখালীর দুমকিতে নূতন বছরের প্রথম দিনে গতকাল বুধবার (১জানুয়ারী) প্রাথমিক ও মাধ্যমিক স্তরের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বিনেমূল্যে পাঠ্য বই বিতরণ করা হয়। উপজেলার দুমকি একে মডেল মাধ্যমিক বিদ্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শঙ্কর কুমার বিশ্বাস’র সভাপতিত্বে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান এড. হারুন অর রশীদ হাওলাদার শিক্ষার্থীদের হাতে পাঠ্য বই তুলে দিয়ে আনুষ্ঠানিক ভাবে কার্যক্রমের উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান এড. মাসুদ আল মামুন, মিসেস ফরিদা ইয়াসমিন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনিলাল সিকদার, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: শহিদুল ইসলাম, দুমকি একে মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আলমগীর হোসেন, এনকে আলী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মাকসুদুর রহমানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উপজেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিস সূত্র জানায়, উপজেলার ৫টি ইউনিয়নে ৫৯টি প্রাথমিক বিদ্যালয়, ২৩টি মাধ্যমিক বিদ্যালয়, ২৩টি দাখিল ও ৪২টি ইবতেদায়ী, প্রি-ক্যাডেট মাদ্রাসা-২ শিক্ষার্থীদের মাঝে পাঠ্য বই বিতরণ করা হয়েছে।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest