বরিশালে জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

প্রকাশিত: ১২:১৭ পূর্বাহ্ণ, জানুয়ারি ৬, ২০২০

বরিশালে জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ “শিক্ষা নিয়ে গড়ব দেশ শেখ হাসিনার বাংলাদেশ” এই স্লোগানকে সামনে নিয়ে ৫ই জানুয়ারি রবিবার বিকাল ৩ টায় বঙ্গবন্ধু উদ্যান বরিশালে, জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি বরিশাল এর আয়োজনে ৪৯ তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা-২০১৯ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শিক্ষা অফিসার বরিশাল মোঃ আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার বরিশাল মোঃ আবদুর রকির, সিনিয়র সহসভাপতি জেলা আওয়ামীলীগ বরিশাল মোঃ হোসেন চৌধুরী, বীর প্রতীক কে এস এম মহিউদ্দিন মানিকসহ বিভিন্ন অতিথি বৃন্দরা এবং অংশগ্রহণকারী বিভিন্ন উপজেলার শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। শুরুতে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে অতিথিরা সংক্ষিপ্ত এক আলোচনা করেন। পরে বিভিন্ন বিষয়ে অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest