নারী নির্যাতন মামলায় ওয়ারেন্টভূক্ত আসামি রিয়াজ ভোলায় গ্রেফতার

প্রকাশিত: ১০:৫৩ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০২০

নারী নির্যাতন মামলায় ওয়ারেন্টভূক্ত আসামি রিয়াজ ভোলায় গ্রেফতার

আলোকিত সময় ডেক্সঃ  ভোলায় নারী ও শিশু নির্যাতন মামলার ওয়ারেন্টভূক্ত আসামি মসিউর রহমান রিয়াজ (৩৩)কে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (০৭ জানুয়ারি) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে দৌলতখান থানার এসআই আশরাফ ভোলার জিয়া সুপার মার্কেটের সামনে থেকে তাকে গ্রেফতার করে। পরে রাতে তাকে দৌলতখান থানায় নিয়ে যাওয়া হয়। মামলা সূত্রে জানা গেছে, দৌলতখান উপজেলার নলগোড়া গ্রামের মোতাহার মাস্টার বাড়ির মোতাহার উদ্দিনের ছেলে অগ্রনী ব্যাংক ভোলা শাখার অফিসার ক্যাশ মসিউর রহমান রিয়াজ তার স্ত্রী জিনিয়া বেগম (২৫)কে তার ঢাকা নর্থ মুগদা পাড়া বাসায় যৌতুকের জন্য প্রতিনিয়ত অমানবিক নির্যাতন করে আসছিলো। তার নির্যাতনের হাত থেকে বাঁচার জন্য ভিকটিম জিনিয়া বেগম ঢাকা সিএমএম কোর্টে একটি নারী ও শিশু নির্যাতন মামলা দায়েরর করেন। যার মামলা নং-৩০৭/২০১৯। ওই মামলার তদন্ত শেষে ১৭-১১-২০১৯ইং তারিখে বিজ্ঞ আদালত রিয়াজের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করেন। আসামী রিয়াজকে দ্রুত গ্রেফতারের জন্য আদালত ভোলা জেলা পুলিশ সুপার বরাবর আদেশ দেয়। জেলা পুলিশ সুপার রিয়াজকে গ্রেফতার করার জন্য দৌলতখান থানার ওসিকে নির্দেশ দেন। গ্রেফতারী পরোয়ানা জারী করা হলে রিয়াজ গা ডাকা দেয়। দীর্ঘদিন অভিযানের পর মঙ্গলবার (৭ জানুয়ারী) দৌলতখান থানার এসআই আশরাফ গোপন সংবাদের ভিত্তিতে ভোলা শহরের জিয়া সুপার মার্কেটের সামনে থেকে মসিউর রহমান রিয়াজকে গ্রেফতার করে। পরে তাকে ভোলা থানায় নিয়ে যাওয়া হয়। সেখান থেকে রাতেই আসামী রিয়াজকে দৌলতখান থানায় হস্তান্তর করা হয়। ভোলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মহসিন বলেন, নারী ও শিশু নির্যাতন মামলার ওয়ারেন্টভূক্ত আসামী মসিউর রহমান রিয়াজকে মঙ্গলবার রাতে শহরের জিয়া সুপার মার্কেটের সামনে থেকে গ্রেফতার করা হয়। পরে তাকে দৌলতখান থানায় হস্তান্তর করা হয়েছে। আসামী রিয়াজ যদি বিজ্ঞ আদালত থেকে জামিনের কাগজ দেখাতে পারেন তাহলে তাকে ছেড়ে দেওয়া হবে। না হলে তাকে কোর্টে প্রেরণ করা হবে।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest