পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিলের, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে প্রদত্ত দরিদ্র ও অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান। আজ ৮ জানুয়ারি বুধবার সকাল ১০ টার দিকে, জেলা প্রশাসন বরিশালের সহযোগিতায় বরিশাল মুক্তিযোদ্ধা সংসদ বরিশাল মহানগর এর আয়োজনে, নগরীর বগুড়া রোডস্থ মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সের হল রুমে মহানগরীর মুক্তিযোদ্ধাদের মাঝে এ কম্বল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ মোকলেছুর রহমান, জেলা সাংগঠনিক কমান্ডার এনায়েত হোসেন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন খান, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার কোতোয়ালী মডেল থানা নজরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার বিমানবন্দর থানা মুকুল মুখার্জি, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার কাউনিয়া থানা নুরুজ্জামানসহ জেলা ও মহানগর দুই শতাধিক বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী ত্রাণ ও তহবিল থেকে পাওয়া এ কম্বলের মধ্যে ২০০ কম্বল বিতরণ করা হয়েছে আজ। এছাড়াও বরিশাল জেলার ১০ উপজেলায় ১০০ জন করে বীর মুক্তিযোদ্ধাকে ১ হাজার কম্বল এবং মহানগর এলাকায় ৪০০ শত কম্বল। মোট ১৪ শত কম্বল পর্যায়ক্রমে মুক্তিযোদ্ধাদের মাঝে বিতরণ করা হবে বলে জানানো হয়েছে।